নির্বাচন কমিশন ঘোষিত পৌর নির্বাচনের ৪র্থ ধাপে চলছে ভোট গ্রহন, সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটারদের উপস্থিতি, শান্তিপূর্ণ পরিবেশে কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য সকাল ৮ থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন, বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটারদের উপস্থিতি, যদিও পূর্ব থেকে সাধারন ভোটারদের মাঝে ছিল নানান সন্দেহ, সঠিকভাবে অনুষ্ঠিত হবে কিনা নির্বাচন,
নিজেদের ন্যায্য অধিকার প্রয়োগ করতে পারবে কিনা, কোন বাঁধার সম্মুখীন হতে হবে কিনা, এমন অনেক দু:চিন্তা থাকলেও কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে সকল দু:চিন্তার অবসান ঘটিয়ে নির্বিঘ্নে ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।
গণণা চলছে।