“সত্যের সন্ধানে সবসময়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সর্ব প্রশংসিত,
গ্রাহক জনপ্রিয় অনলাইন নিউজ পেপার কুষ্টিয়া অনুসন্ধান সমগ্র জেলার প্রতিনিধি নিয়োগে এগিয়ে চলেছে। স্বাধীনতার স্বপক্ষের সচেতন মানুষের অনলাইন পত্রিকা কুষ্টিয়া অনুসন্ধান’২৪.কম।
ইতিমধ্যে কুষ্টিয়াসহ দেশের প্রতিটি জেলায় নতুন বছরের’২১ র শুভেচ্ছায় সাতক্ষীরা প্রতিনিধি (অস্থায়ী) হিসেবে নিয়োগ পেয়েছেন কাজী মনোয়ারুল হক মুন্না। দেশ ও জেলার উন্নয়ন সমৃদ্ধি, এলাকার উন্নয়ন, সমস্যা, অসহায় জনগণের পাশে থাকার অঙ্গিকার নিয়ে সংবাদ পরিবেশন আমাদের মুল লক্ষ্য। বর্তমান সরকারের চলমান উন্নয়নের ধারাবাহিকতা অনলাইন পত্রিকাটি সবচেয়ে বেশী গুরুত্ব পাবে এ প্রত্যাশায় আগামীদিনের পথচলা। আমরা মুন্নার সুস্থতা ও দির্ঘায়ু কামনা করি। উল্রেখ্য যে কোন সময় নিউজের ব্যপ্তি ঘটলে প্রতিনিধি বাতিলের ক্ষমতা সম্পাদক সংরক্ষণ করে। আমাদের ইমেইল নং kushtiaanusandhan@ gmail.com