বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তিতাসের কর্মকর্তা-কর্মচারীদের হামলায় আহত বিডি টাইমসের সম্পাদক নোমান রহমান : প্রতিবাদী কন্ঠ জনপ্রতিনিধি ও প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘ ৭বছর ধরে চলছে মাদক সম্রাট পোল্লাদ ব্যবসা : প্রতিবাদী কন্ঠ আতা ও হানিফ সহ আ.লীগের ৭৯ নেতাকর্মীর বিরুদ্ধে পৃৃথক দুটি মামলা দায়ের : প্রতিবাদী কন্ঠ দৌলতপুর সাব-রেজিস্টার অফিসে চাঁদা তোলা নিয়ে সংঘর্ষ আহত-৮ :প্রতিবাদী কন্ঠ র‌্যাবের অভিযানে কুষ্টিয়ায় সেকোম হত্যা মামলার আসামী রাসেল গ্রেফতার : প্রতিবাদী কন্ঠ আতা ও তার স্ত্রীর বিরুদ্ধে কিশোরীকে গুমের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৈধ ২৬১ অস্ত্রের মধ্যে জমা পড়েছে ২৪৭টি : প্রতিবাদী কন্ঠ পদ্মা নদী ভাঙন ভাঙনে ৩টি গ্রামসহ কুষ্টিয়া-পাবনা মহাসড়ক হুমকির মুখে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় নিহত ও আহতদের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সিহাব উদ্দিন : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্তের সহ-প্রকৌশলী অনুপ কুমার সাহার বিরুদ্ধে পাহাড় সমান দূর্ণীতি : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়াসহ দেশের ৬০টি পৌর নির্বাচনে মেয়র হয়েছেন যারা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ৮৮৬ পাঠক পড়েছে

দ্বিতীয় ধাপে দেশের ৬০টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গণনা শেষে বেসরকারিভাবে বেশিরভাগ পৌরসভার ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগের ৪৬ জন মেয়র প্রার্থী জয় পেয়েছেন। বিএনপির মাত্র চার মেয়রপ্রার্থী বিজয়ী হয়েছেন।

এবং আওয়ামী লীগের পাঁচজন ও বিএনপির একজন ‘বিদ্রোহী’ প্রার্থী নির্বাচিত হয়েছেন। এ ছাড়া জাতীয় পার্টি (জাপা) ও জাসদের একজন করে প্রার্থী বিজয়ী হয়েছেন। একজন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এছাড়া কিশোরগঞ্জের নির্বাচনের ফল স্থগিত করা হয়েছে।

শনিবার সকাল ৮টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাতে ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা। নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ছয় গুণ ভোট পেয়ে জয়লাভ করেন। এ নিয়ে টানা তৃতীয়বার তিনি পৌর মেয়র হলেন। এ নির্বাচনে আবদুল কাদের মির্জা পেয়েছেন ১০ হাজার ৭৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কামাল উদ্দিন চৌধুরী পেয়েছেন ১ হাজার ৭৭৮ ভোট।

খাগড়াছড়ি পৌরসভায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী নির্মলেন্দু চৌধুরী। তিনি পেয়েছেন ৯ হাজার ৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. রফিকুল আলম পেয়েছেন ৮ হাজার ৭৪৯ ভোট। বিএনপির প্রার্থী মো. ইব্রাহিম খলিল পেয়েছেন ৪ হাজার ৩০৮ ভোট। সন্দ্বীপে আওয়ামী লীগের প্রার্থী মোক্তাদের মাওলা ১৭ হাজার ৭১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবুল বশার পেয়েছেন ৭১১ ভোট।

রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী আবদুল মালেক মণ্ডল বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৭ হাজার ৩৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এস এম মামুনুর রশিদ পেয়েছেন ২ হাজার ৬৯৯ ভোট। বিএনপির প্রার্থী আবদুর রাজ্জাক পেয়েছেন ৮৯৬ ভোট। রাজশাহীর কাঁকনহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এ কে এম আতাউর রহমান খান জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫ হাজার ৫৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হাফিজুর পেয়েছেন ৫ হাজার ১৩৬।

মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আহম্মেদ আলী জয় পেয়েছেন। তিনি পেয়েছেন ৯ হাজার ৪৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী বর্তমান মেয়র আশরাফুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৬৫১ ভোট। এখানে বিএনপির প্রার্থী আসাদুজ্জামান বাবলু পেয়েছেন মাত্র ৪৮৮ ভোট।

নরসিংদীর মনোহরদী পৌরসভা নির্বাচনে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আমিনুর রশিদ। তিনি পেয়েছেন ৮ হাজার ৮৮২ ভোট। এখানে বিএনপির প্রার্থী মাহমুদুল হক পেয়েছেন মাত্র ৫৮৫ ভোট। কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. শওকত হোসেন ভূঁইয়া ৯ হাজার ৪৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র মেয়র প্রার্থী জগ প্রতীকের মো. শামীম হোসেন পেয়েছেন ৩ হাজার ১৫৫ ভোট। বিএনপির প্রার্থী মো. আলমগীর খান পেয়েছেন ২ হাজার ৬৯৫ ভোট।

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় ৫ হাজার ২৫৭ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী জুয়েল আহমেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মো. হেলাল মিয়া পেয়েছেন ২ হাজার ৮০৬ ভোট। এখানে বিএনপির প্রার্থী আবুল হোসেন পেয়েছেন ৩০১ ভোট।

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সৈয়দ হাসান সারোয়ার। তিনি ১২ হাজার ৯৪৩টি ভোট পেয়েছেন। এখানে বিএনপির প্রার্থী নুরুল মিল্লাত পেয়েছেন ৪ হাজার ২৯১ ভোট।

নওগাঁর নজিপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল কবির চৌধুরী ৭ হাজার ৬৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আনোয়ার হোসেন পেয়েছেন ৫ হাজার ১৪৯ ভোট। বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মতিউর রহমান জয় পেয়েছেন। তিনি ৬ হাজার ৫৭৪টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আলমগীর শাহী পেয়েছেন ২ হাজার ৭৯৬। ধানের শীষ প্রতীকে ছাবিনা ইয়াসমিন ৪৯৪ এবং স্বতন্ত্র প্রার্থী আলী আজগর ৩১৭ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তোফাজ্জল হোসেন টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি ৭ হাজার ৭৮৮টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আশরাফুল ইসলাম পেয়েছেন ৭ হাজার ৪০২ ভোট।

বগুড়ার শেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী জানে আলম নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৮ হাজার ৭৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আবদুস সাত্তার পেয়েছেন ৪ হাজার ৬৮১ ভোট।

দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মো. মোশাররফ হোসেন। তিনি পেয়েছেন ৩ হাজার ৯৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মো. নুর ইসলাম পেয়েছেন ৩ হাজার ৯৪৬ ভোট। টানা তৃতীয়বারের মতো দিনাজপুর পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম। ৪৪ হাজার ৯৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মো. রাশেদ পারভেজ পেয়েছেন ২৪ হাজার ২৬২ ভোট।

দিনাজপুরের বিরামপুর পৌরসভায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. আক্কাস আলী। তিনি ১৫ হাজার ৩৫৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান সরকার পেয়েছেন ৮ হাজার ৬৮৬ ভোট। এখানে বিএনপির প্রার্থী হুমায়ুন কবির পেয়েছেন ১ হাজার ৮৩৬ ভোট।

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মেয়র আক্তার হোসেন। তিনি পেয়েছেন ৮ হাজার ৩৭৮ ভোট। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বর্তমান পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া পেয়েছেন ৮ হাজার ১৮ ভোট।

বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ আবদুর রহমান জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১২ হাজার ১২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. জুলফিকার আলী পেয়েছেন ৫৯২ ভোট।

নেত্রকোনার কেন্দুয়া পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী আসাদুল হক ভুঁইয়া ৯ হাজার ১৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম পেয়েছেন ২ হাজার ২৫৬ ভোট। মোহনগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী লতিফুর রহমান নির্বাচিত হয়েছেন। তিনি ৯ হাজার ৪৫৫ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তাহমিনা পারভিন পেয়েছেন ৫ হাজার ৭৩ ভোট।

নাটোরের গোপালপুর পৌরসভায় আওয়ামী লীগ–দলীয় মেয়র প্রার্থী রোখসানা মোর্ত্তজা ৬ হাজার ৫৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুনজুরুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ১৫২ ভোট। এখানে বিএনপি–দলীয় প্রার্থী আবদুল্লাহ আল মামুন পেয়েছেন ১ হাজার ১২৩ ভোট। নলডাঙ্গা পৌরসভা নির্বাচনে ৩ হাজার ৬৩০ ভোট পেয়ে আওয়ামী লীগ প্রার্থী মো. মনিরুজ্জামান জয় পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আব্বাছ আলী পেয়েছেন ১ হাজার ৮০৯ ভোট।

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সেলিম রেজা জয় পেয়েছেন। তিনি পেয়েছেন ৯ হাজার ২৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী লিটন মৃধা পেয়েছেন ৩ হাজার ৮৮৮ ভোট।

বান্দরবানের লামা পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী জহিরুল ইসলাম ৯ হাজার ৪০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ১ হাজার ৬২ ভোট পেয়েছেন।

সুনামগঞ্জ পৌরসভায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র নাদের বখত। তিনি পেয়েছেন ২১ হাজার ৬৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মুর্শেদ আলম পেয়েছেন ৫ হাজার ৮৮৫ ভোট। ছাতক পৌরসভায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম চৌধুরী। তিনি পেয়েছেন ১২ হাজার ৮২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী রাশিদা বেগম পেয়েছেন ৭ হাজার ৯০৮ ভোট।

হবিগঞ্জের মাধবপুর পৌরসভায় ৫ হাজার ৩১ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী হাবিবুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী পংকজ কুমার সাহা পেয়েছেন ৪ হাজার ১৮৫ ভোট। নবীগঞ্জ পৌরসভার বিএনপির প্রার্থী বর্তমান মেয়র ছাবির আহমদ চৌধুরী জয় পেয়েছেন। তিনি পেয়েছেন ৫ হাজার ৭৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী গোলাম রসুল চৌধুরী পেয়েছেন ৫ হাজার ৪৮৫ ভোট।

মাগুরা পৌরসভা নির্বাচনে ৩৯ হাজার ৪৬৭ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত খুরশীদ হায়দার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইকবাল আখতার খান পেয়েছেন ৬ হাজার ৭৩ ভোট।

পাবনার ঈশ্বরদী পৌরসভায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ইছাহাক আলী মালিথা। তিনি পেয়েছেন ২৮ হাজার ৫১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম পেয়েছেন ২ হাজার ১৭০ ভোট। সাঁথিয়া পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী মাহবুবুল আলম ১৬ হাজার ৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সিরাজুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৭০ ভোট। ফরিদপুর পৌরসভার আওয়ামী লীগের প্রার্থী খ ম কামরুজ্জামান মাজেদ ৪ হাজার ৯৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এনামুল হক ৩ হাজার ৫৬৯ ভোট পেয়েছেন। ভাঙ্গুড়া পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আওয়ামী লীগের প্রার্থী গোলাম হাসনাইন।

ময়মনসিংহের মুক্তাগাছা ও ফুলবাড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন। মুক্তাগাছায় বিল্লাল হোসেন সরকার পেয়েছেন ১৭ হাজার ৩২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শহীদুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ২২৬ ভোট। ফুলবাড়িয়ায় আওয়ামী লীগের প্রার্থী গোলাম কিবরিয়া ৫ হাজার ৬৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা পেয়েছেন ৪ হাজার ৪২৬ ভোট।

কুড়িগ্রামের নাগেশ্বরীতে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মোহাম্মদ হোসেন বিজয়ী হয়েছেন।

গাজীপুরের শ্রীপুর পৌরসভায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আনিছুর রহমান। তিনি ভোট পেয়েছেন ২৩ হাজার ৪৮৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী কাজী খান পেয়েছেন ১০ হাজার ৯৬ ভোট।

সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভায় জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবদুল্লাহ আল পাঠান। তিনি পেয়েছেন ৮ হাজার ৯২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. জাহিদুল ইসলাম পেয়েছেন ৫৭৫ ভোট। উল্লাপাড়া পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী এস এম নজরুল ইসলাম ২৪ হাজার ৫০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. আজাদ হোসেন পেয়েছেন ১ হাজার ১৩৩ ভোট। কাজীপুর পৌরসভায় মো. আবদুল হান্নান তালুকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। বেলকুচি পৌরসভায় ১৮ হাজার ৩৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. সাজ্জাদুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বেগম আশানুর বিশ্বাস পেয়েছেন ১২ হাজার ৭৮৪ ভোট। সিরাজগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র সৈয়দ আবদুর রউফ বিজয়ী হওয়ার পথে।

কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভায় জাসদ–সমর্থিত প্রার্থী আনোয়ারুল কবির ৮ হাজার ৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী শামীমুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৬১৩ ভোট। মিরপুর পৌরসভায় আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থী এনামুল হক ১০ হাজার ৪২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান পেয়েছেন ২ হাজার ৫৪৭ ভোট। কুমারখালী পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী সামসুজ্জামান অরুণ ১০ হাজার ১১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আনিচুর রহমান পেয়েছেন ২ হাজার ৮৬ ভোট। কুষ্টিয়া পৌরসভায় নির্বাচনে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার আলী। তিনি ৬৬ হাজার ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী বশিরুল আলম পেয়েছেন ১৪ হাজার ৬১৩ ভোট।

গাইবান্ধা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মো. মতলুবর রহমান ১২ হাজার ৩৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল সারওয়ার পেয়েছেন ৭ হাজার ৯৭০ ভোট। সুন্দরগঞ্জ পৌরসভায় জাতীয় পার্টির (জাপা) আবদুর রশিদ রেজা সরকার ২ হাজার ৭০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আবদুল্যাহ-আল-মামুন পেয়েছেন ২ হাজার ৫৫৮ ভোট।

নাটোরের গুরুদাসপুর পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. শাহনেওয়াজ আলী। তিনি পেয়েছেন ৭ হাজার ৬৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দলের বিদ্রোহী প্রার্থী আরিফুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৯৪৫ ভোট।

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সিপার উদ্দিন আহমদ জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪ হাজার ৮৩৮ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাজাহান মিয়া পেয়েছেন ৪ হাজার ৬৮৫ ভোট।

শরীয়তপুর পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী পারভেজ রহমান বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২৩ হাজার ২১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী তানভির আহমেদ পেয়েছেন ১ হাজার ৩৭৬ ভোট।

ফেনীর দাগনভূঞা পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী ওমর ফারুক খান ও ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের প্রার্থী কাজী আশরাফুল আলম খান নির্বাচিত হয়েছেন।

সাভার পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী আবদুল গনি ৫৬ হাজার ৮০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী রেফাত উল্লাহ পেয়েছেন ৫ হাজার ৩৩০ ভোট।

রাজশাহীর আড়ানী পৌরসভায় আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মোক্তার আলী জয় পেয়েছেন। পিরোজপুরের আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নারায়ণগঞ্জের তারাব পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের হাসিনা গাজী

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580