সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার উন্নয়ন ও সমন্ময় কমিটির এক জরুরী সভা স্থানীয় নিউ মার্কেটের সংগঠনের কার্যালয়ে শুক্রবার বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ও সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি জি এম নুর ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় সাতক্ষীরা জেলার উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
তার মধ্যে উল্লেখ যোগ্য ছিল নাভারন থেকে সাতক্ষীরা টু মুন্সিগজ্ঞ সড়কটি মহাসড়কে রূপান্তর, সাতক্ষীরাতে কাষ্টমস কমিশনার অফিস নির্মান, ভোমরা স্থলবন্দরকে আন্তর্জাতিক মানে স্বীকৃতি দিয়ে বন্দরের সৌন্দর্য বর্দ্ধন, পর্যাটন খাতে বরাদ্ধবৃদ্ধি ও পর্যাটকদের সুযোগ সুবিধা প্রদান, জেলায় একটি আন্তর্জাতিক মানের খেলার মাঠ নির্মাণ, শিশুদের বিনোদনের জন্য নতুন করে পার্ক নির্মান, জলবদ্ধতার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া, অল্প সময়ের মধ্যে রেললাইন নির্মাণের কাজ শুরু করা, সাতক্ষীরাতে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা, বন্দর থানা প্রতিষ্ঠা করা, বিসিক শিল্প এলাকার সিমানাবৃদ্ধি করন ও পাটকেলঘাটা থানাকে উপজেলা ঘোষনা করাসহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ নিয়ে আলোচনা করা হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক, কাজী শওকাত হোসেন ময়না, আব্দুর রব ওয়ার্ছী, সাধারন সম্পাদক মশিউর রহমান বাবু, মহিলা সম্পাদিকা মুর্সিদা আক্তার, মো: আবুল কালাম, আবু বক্কর সিদ্দিকী, মুছা করিম, আশরাফুল করিম ধনী, সোহরাব হোসেন বাবু, রেবেকা সুলতানা, মাষ্টার রফিকুল ইসলাম, আশরাফ উদ্দীন প্রমুখ।
সভার সার্বিক পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রাসেল ।