‘আর নয় মাদক। মাদক গ্রহণ নয়, বেচাকেনাও নয়’ এই স্লোগানের মধ্য দিয়ে সাতক্ষীরায় মাদকবিরোধী প্রচারাভিযান ও মোটরসাইকেল র্যালী অনুষ্ঠিত হয়েছে ।
|শুক্রবার সকাল সাড়ে ৮টায় সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়া বাজার থেকে মাদকবিরোধী প্রচারাভিযানের অংশ হিসাবে বে-সরকারি সংস্থা ‘সেবা সংসদের’ উদ্যোগে গণসচেতনতায় ১২০ কিলোমিটার পথ মোটরসাইকেল র্যালী বের হয়।
র্যালী টি সাতক্ষীরা শহর, দেবহাটার পারুলিয়া, সখীপুর, কালিগঞ্জ উপজেলার নলতা পাক রওজা শরীফ, কাটুনিয়া রাজবাড়ি, শ্যামনগরের খানপুর, নূরনগর, পরানপুর, নকীপুর শাহী মসজিদ, বংশীপুর, ঈশ্বরীপুর শাহী মসজিদ, মুন্সিগঞ্জ বাসস্টাণ্ড, কলবাড়ি, নবেকি, কালিগঞ্জের বালিয়াডাঙা বাজার,বিষ্ণুপুর বাজারসহ বিভিন্ন দর্শনীয় পয়েন্ট ও পুরাকীর্তি ঘুরে মাদকের বিরুদ্ধে সমাবেশ করে জনসচেতনতা সৃষ্টি করে।
সর্বশেষ সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ডে মাদকবিরোধী সমাবেশ শেষে বিকল্প পথে তারা দীর্ঘ মোটরসাইকেল র্যালী শেষ করে।
এসময় বিভিন্ন সমাবেশে বক্তব্য রাখেন- সেবা সংসদের সভাপতি কওসার আলি, সেক্রেটারি রজব আলি, মো. মহিবুল্লাহ, জুলফিকার আলি ও ডাঃ মো. ইসরাইল হোসেন।