তুরস্কের সব ধরনের পণ্য বর্জন করতে সৌদি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সে দেশের চেম্বার অব কমার্স। সংস্থার প্রধান বলেছেন- আমদানি, বিনিয়োগ এবং পর্যটনসহ তুরস্কের সব কিছু বর্জন করা প্রত্যেক সৌদি নাগরিকের দায়িত্ব। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে গালফ নিউজ।
সম্প্রতি এক বক্তৃতায় তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, আরব উপসাগরের কিছু দেশ তুরস্ককে টার্গেট করেছে এবং এই অঞ্চলকে অস্থিতিশীল করার নীতি অনুসরণ করছে। এরদোয়ানের এমন বক্তব্যের পরই সৌদি চেম্বার অব কমার্স দেশটির নাগরিকদের এমন আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার পার্লামেন্টে দেওয়া বক্তৃতায় এরদোয়ান বলেন, ‘এটা ভুলে যাওয়া উচিত হবে না, যে দেশগুলোকে নিয়ে প্রশ্ন উঠেছে; গতকাল সেগুলোর অস্তিত্ব ছিল না এবং সম্ভবত আগামীকালও থাকবে না। তবে আল্লাহর অনুমতিক্রমে এই অঞ্চলে আমাদের পতাকা চিরতরে উড়তে থাকবে।’এরদোয়ানের এই বক্তব্যের পর তীব্র সমালোচনা শুরু হয়। এই বক্তব্যের পরই তুর্কি পণ্য বর্জনের আহ্বান জানান সৌদি চেম্বার অব কমার্সের প্রধান আজলান আল আজলান। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘আমাদের নেতৃত্ব, আমাদের দেশ এবং আমাদের নাগরিকদের বিরুদ্ধে তুর্কি সরকারের অব্যাহত বৈরিতার প্রতিক্রিয়া হিসেবে আমদানি, বিনিয়োগ বা পর্যটন যা-ই হোক না কেন, প্রত্যেক সৌদি ব্যবসায়ী এবং ভোক্তার দায়িত্ব তুরস্কের সব কিছু বয়কট করা।’