শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ দফার দাবিতে কুষ্টিয়ায় বিএটি শ্রমিকদের কর্মবিরতি ও মানববন্ধন : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত : প্রতিবাদী কন্ঠ জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সবুজ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়াতে চাচার ধর্ষণের শিকার ১৩ বছরের শিশু নবজাতকের জন্ম দিল :প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় চোর সন্দেহে রিক্্রাচালককে হত্যার অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ছবির শেখকে গণপিটুনি : প্রতিবাদী কন্ঠ দেহ ব্যবসায়ীদের আস্তানা গুড়িয়ে ও পুড়িয়ে দিলেন এলাকাবাসী : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার চার সুদেল ব্যবসায়ীর খপ্পরে পড়ে হারুন এখন ঘরছাড়া : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া পৌর ১৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনি ক্যাম্প ভাঙচুর করলো দুর্বৃত্তরা : প্রতিবাদী কন্ঠ

রেদোয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮ পাঠক পড়েছে

রেদোয়ানুল হক সবুজ :
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনি ক্যাম্পে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে একদল দুর্বৃত্ত প্রকাশ্যে দিবালোকে কুষ্টিয়ার আদালত চত্বরে হামলা চালিয়ে নির্বাচনি ক্যাম্প ভাঙচুর করে। এ সময় এক ব্যক্তি মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে গেলে তার মাথায় আঘাত করে আহত করা হয়। কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে এ ধরনের ঘটনা বিরল ইতিহাস সৃষ্টি করেছে। জানা গেছে, একদল যুবক আদালতে মামলার হাজিরা দিতে এসে ফিরে যাবার পথে আইনজীবী সমিতির নির্বাচনি ক্যাম্পে হামলা চালায়।
নাম প্রকাশ না করার শর্তে একজন আইনজীবী বলেন, এই ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে যুবদল ও ছাত্রদলের ছেলেরা। তারা তাদের মামলায় সোমবার আদালতে হাজিরা দিতে এসে বাড়ি ফিরে যাবার সময় এই হামলা চালিয়েছে। তিনি বলেন, বিএনপি সমর্থিত ২ জন সভাপতি ও ২ জন সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশ নিয়েছেন। যে গ্রুপ তাদেরকে পরাজিত ভাবছেন, তারা যুবদল ও ছাত্রদলের ছেলেদের দিয়ে নির্বাচনি ক্যাম্প ভাঙচুর করিয়েছে। সভাপতি প্রার্থী এডভোকেট মাহাতাব উদ্দিন বলেন, আজকের এই ঘটনা দেশ স্বাধীনের পর এটা একটা বিরল ঘটনার ইতিহাস সৃষ্টি করেছে। যা অতীতে কোনো দিনও এধরনের ন্যাক্কারজনক ঘটনা কুষ্টিয়া বারে ঘটেনি। তিনি বলেন, আমরা ধারণা করছি, পরাজয়ের আশঙ্কায় প্রতিপক্ষরা এধরনের হামলা চালিয়ে নির্বাচন নস্যাৎ করার পায়তারা করেছে। তবে তাদের এই ষড়যন্ত্র সফল হবে না। নির্বাচন ২৬ ফেব্রুয়ারিতেই হবে। নির্বাচনে ভোটাররা যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, তিনিই নির্বাচিত হবেন। তবে কারা ঘটিয়েছে এ বিষয়ে তিনি আরো বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখলেই সত্যতা পাওয়া যাবে। তবে এই ঘটনা যেই ঘটাক না কেন, আমরা তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য জোর দাবি করছি।
অন্যান্য প্রার্থীরা বলেন, আমরা আদালতের কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকায় ঘটনাস্থলে ছিলাম না। ঘটনা শুনে ঘটনাস্থলে এসে দেখলাম, বিএনপির সভাপতি প্রার্থী এডভোকেট গোলাম মোহাম্মদ ও সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ এবং প্রতিপক্ষ বিএনপি প্রার্থী সভাপতি এডভোকেট মাহাতাব উদ্দিনের নির্বাচনী ক্যাম্পসহ আশপাশের ক্যাম্প ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি প্রার্থীদের বিলবোর্ড, পোস্টার, ফেস্টুন ভেঙে ফেলা হয়েছে। তবে এই ঘটনায় একজন ছাড়া আর কেউ আহত হয়নি। আইনজীবীরা বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনকে ঘিরে আদালতপাড়ায় যখন সাজ সাজ রব চলছে, ঠিক তখনই এ ধরনের হামলা যেন আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে ঘটানো হলো।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580