কুষ্টিয়া শহরের সর্বজন স্বীকৃত সৌন্দর্য মন্ডিত মেধা বিকশিত করবার আর পরিবেশগত দিক দিয়ে কলেজ মোড় কোর্টপাড়া উন্নত। শিক্ষা সংস্কৃতি খেলাধুলা কোর্টপাড়াকে ঘিরে, কোর্টপাড়ার সুনামের কথা বলে শেষ করা যাবে না কিন্তু
ইদানিং লক্ষ্য করা যাচ্ছে কোর্টপাড়ার সুনাম নষ্ট করতে বিপথগামী কতিপয় যুবক (ভাড়াটিয়া) মাদক নামক সর্ব নাশা মরণ ব্যধি অবৈধ মাদক নিয়ে এসে এলাকার যুবকদের মননশীল মেধা থেকে সরিয়ে মাদক দিয়ে এই সমস্ত যুবকদের ধংব্শ করতে মরিয়া হয়ে উঠেছে, এদের প্রতিহত করতেই সুধী সমাবেশ। ইতিমধ্যে রানা নামের একজন মাদক ব্যবসায়িকে কুষ্টিয়া মডেল থানা পুলিশ গ্রেফতার করেছে। অত্র কোর্টপাড়া এলাকায় মাদকের সাথে অনেকের সম্পৃক্ত থাকার প্রমাণ মিলেছে ।যাদের নাম থানায় রয়েছে। এসপি এস এম তানবীর আরাফাত বলেছেন মাদক সংশ্লিষ্ট কোনব্যক্তিকে কোনভাবেই ছাড় দেয়া হবে না । মাদকমুক্ত কুষ্টিয়া দেখতে চাই। জেলা আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। কলেজ মোড় এলাকায় মাদক সংশ্লিষ্ট নামের তালিকা অনুযায়ী নজরদারীতে রয়েছে। ইঞ্জিনিয়ার জামশেদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন,সাবেক পৌর প্যানেল মেয়র নাফিজ আহমেদ খান টিটু, বিশিষ্ট ব্যবসায়ি মঞ্জু, ইঞ্জিনিয়ার মামুন, কাউন্সিলর অকুল, জেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি লাবু, সাংবাদিক তৌফিক, রঞ্জু, ডিউক, প্রমুখ ।