শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ছাদ থেকে হাত-পা বেঁধে ফেলে কলেজ ছাত্রকে হত্যার অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কোরআন পড়া শেষ করে বাড়ী ফিরতে গিয়ে মাইক্রোবাসের চাপায় ৪ শিশু নিহত : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া দৌলতপুরের ৩৫ গ্রামের মানুষ পানিবন্দি: প্রায় ২৪ কোটি টাকার ক্ষতির শঙ্কায় কৃষক : প্রতিবাদী কন্ঠ ভেড়ামারা আনসার ভিডিপি কর্মকর্তা তরুণ কুমারের ঘুষ বাণিজ্য তুঙ্গে : প্রতিবাদী কন্ঠ সাবেক এমপি হানিফের আশির্বাদে দেলোয়ার বিশ্বাস পিওন থেকে পোস্টমাষ্টার : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার মাদক সম্রাট পোল্লাদ এখন কোটিপতি, প্রশাসনের নিরাবতা আজ প্রশ্নবিদ্ধ! : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান সহকারি এখন অর্ধশত কোটি টাকার মালিক : প্রতিবাদী কন্ঠ পদ্মার তীব্র ভাঙনে হুমকির মুখে কুষ্টিয়া-ঈশ^রদী মহাসড়ক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া মঙ্গলবাড়ীয়ার মাদক সম্রাট ও সন্ত্রাসী রাকিবুলকে গণধোলাই : প্রতিবাদী কন্ঠ তিতাসের কর্মকর্তা-কর্মচারীদের হামলায় আহত বিডি টাইমসের সম্পাদক নোমান রহমান : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার : প্রতিবাদী কন্ঠ

রেদওয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ২৮৩ পাঠক পড়েছে

রেদওয়ানুল হক সবুজ : কুষ্টিয়ার দৌলতপুরে হত্যা মামলায় আমৃত কারাদন্ড প্রাপ্ত আসামীকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে র‌্যাব। গত রাতে কুষ্টিয়া ক্যাম্প, র‌্যাব-১২ ও সিপিএসসি ময়মনসিংহ র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগীতায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসকর আলী (৫১) দৌলতপুর আড়িয়া মন্ডলপাড়া এলাকার মৃত পলান মিস্ত্রির ছেলে। সে ময়মনসিংহ ভালুকা এলাকায় আত্মগোপনে ছিল।কুষ্টিয়া র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান রবিবার ৯ সেপ্টেম্বর সকাল ১১ টার দিকে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।

প্রেস ব্রিফিংএ তিনি জানান, গত ০৪ সেপ্টেম্বর ২০১৪ ইং তারিখ রাতে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের মো: আজম (২৩), পিতা: মো: এজের আলী, সাং: আড়িয়া, থানা, দৌলতপুর, জেলা: কুষ্টিয়াকে পার্শ্ববর্তী গ্রামের মৃত মৃত কাইমুদ্দিন এর ছেলে স্বপন, মৃত পলান মিস্ত্রীর ছেলে আসকর আলী ও মোশারফ এর ছেলে ইশারত মন্ডল পূর্ব পরিকল্পিতভাবে ডেকে নিয়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে মৃতদেহ খালের মধ্যে মাটি চাপা দিয়ে রাখে। নিহত আজম আসামি স্বপনের নিকট তার পাওনা টাকা চাওয়ার প্রেক্ষিতে এই হত্যকান্ড ঘটানো হয়। পরদিন নিহতের পিতা বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-২৯৭, তারিখ ০৫ সেপ্টেম্বর-২০১৪ ইং, পেনাল কোডের ধারা ৩০২/২০১/৩৪, জিআর নং-২৬৭/১৫।

মামলার বিচারিক কার্যক্রম শেষে ২০২১ সালের ১৪ ডিসেম্বর বিজ্ঞ বিচারক আসামিদের অনুপস্থিতিতে প্রত্যেককে আমৃত্যু কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করে রায় প্রদান করেন। এ সময় র‌্যাব কর্মকর্তা আরো জানান, এই হত্যা মামলার পলাতক আসামীদের গ্রেফতারের ব্যাপারে র‌্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখে। এক পর্যায়ে র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগীতায় সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প, র‌্যাব-১২ এবং সিপিএসসি ময়মনসিংহ, র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে গত রাতে ময়মনসিংহ জেলার ভালুকা এলাকা হতে পলাতক আসামী মো: আসকর আলী (৫১) কে গ্রেফতার করা হয়। এই হত্যা মামলায় অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতার করতে র‌্যাব’র অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580