প্রতিবাদী কণ্ঠ ডেস্ক : অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটি একইসঙ্গে গৌরবের ও শোকের। জাতি আজ শ্রদ্ধাভরে স্মরণ করছে সেইসব শহীদদের। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কুষ্টিয়া গণপূর্ত বিভাগের সুযোগ্য নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরবর্তীতে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ সহ ১৫ আগস্ট শাহাদত বরণকারী সকল শহীদ পরিবার ও শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এসময় কুষ্টিয়া গণপূর্ত বিভাগের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন৷