শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আ.লীগ সরকারের আমলে দখল নেওয়া জমি উদ্ধার করল গৃহায়ণ কর্তৃপক্ষ : প্রতিবাদী কন্ঠ শিল্পপতি আলাউদ্দিন আহমেদ’র স্ত্রী সুরাইয়া বিলকিসের বিষমুক্ত ছাদ বাগান : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় উৎসাহ সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ : প্রতিবাদী কন্ঠ চাঁদাবাজ ও দখলদারমুক্ত বাংলাদেশ গড়তে চাই: ডা.শফিকুর রহমান : প্রতিবাদী কন্ঠ কুমারখালীতে অনুষ্ঠিত হল সৌদি আরবের দুই ইসলামী বক্তার ওয়াজ মাহফিল : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় সমিতির টাকা নিয়ে দ্বন্দ্বে যুবকের হাত কর্তন : প্রতিবাদী কন্ঠ আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্ক ময়দানে ওয়াজ ও দোয়া মাহফিল করবেন মদিনা বিশ^বিদ্যালয়ের ভিসি : প্রতিবাদী কন্ঠ হত্যা মামলায় কুষ্টিয়ার সাবেক এসপি তানভীর কারাগারে : প্রতিবাদী কন্ঠ বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে দুই সন্তানের মায়ের অনশন : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বালুঘাট দখল নিতে তাণ্ডব চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা : প্রতিবাদী কন্ঠ

আলাউদ্দিন আহমেদ’র স্বপ্নের নিবাস ‘প্যারেন্ট লজ’ এর শুভ উদ্বোধন : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কন্ঠ ডেস্ক ।।
  • প্রকাশিত সময় : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ৪৪৪ পাঠক পড়েছে

প্রতিবাদী কন্ঠ ডেস্ক : ‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে আমি বাইব না আমি বাইব না মোর খেয়া তরী এই ঘাটে গো যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে’। কুষ্টিয়া কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগরের স্বপ্নের দেশ গড়ার কর্মবীর একজন অসাম্প্রদায়িক দার্শনীক সমাজসেবক ও আলোকিত মানুষ দানবীর আলাউদ্দিন আহমেদ এর স্বপ্নের নিবাস ‘প্যারেন্টস লজ’ (রাজ প্রসাদ) নামের চোখ ধাঁধানো ব্যয় বহুল বাড়িটি গত রবিবার ২৯ তারিখ দুপুরে উদ্বোধন করেন সৌদি আরবের মদিনা ইউনিভার্সিটির অধ্যক্ষ বিশ^ বরেণ্য আলেমে দ্বীন শায়েখ ড. আদনান আল খাতিরী (দা: বা:)। কুষ্টিয়ার এই মহামানব সন্তান আজকের কর্মবীর তাঁর মুঠো-মুঠো অসীম দানে স্যাঁত স্যাঁতে পল্লী গাঁ এখন সোনালী রৌদ্রে আলোকিত করে তৈরী করে যাচ্ছেন একটি পর্যটন নগরী। সরেজমিনে আলাউদ্দিন নগরে না গেলে বোঝার উপায় নেই যে, এই ব্যক্তি তার নিজ জন্মভূমির মাটিতে কি কি তৈরী করেছেন। নিজ মাতৃলয়ে ১৯৭২ সাল থেকে মানব সেবায় ঝাপিয়ে পড়ে পূর্বের চকরঘুয়া গ্রামটি এখন আলাউদ্দিন নগরে রূপান্তরিত করে তৈরী করেছেন আলাউদ্দিন নগর শিক্ষাপল্লী।

 

তারই আলোকে আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের তত্বাবধানে দানবীর আলাউদ্দিন আহমেদ আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্ক ঘেষে ২০২০ সালের প্রথম দিকে ৪র্থ তলার ভবনের নির্মান কাজ শুরু করেছিল। সেই দৃষ্টি নন্দিত ‘প্যারেন্টস লজ’ আলাউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে সৌদি আরবের মদিনা ইউনিভার্সিটির অধ্যক্ষ বিশ^ বরেণ্য আলেমে দ্বীন শায়েখ ড. আদনান আল খাতিরী (দা: বা:) ভবনের শুভ উদ্ভোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা গাজীপুরের জামি আতুল উলূমিল ইসলামিয়া প্রতিষ্ঠাতা পরিচালক ও আল্লামা মুফতি নূরুল ইসলাম, দা: বা:, চুয়াডাঙ্গা জেলার কালিয়া বকরী মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি আলি আকবর, কুমারখালী উপজেলার রেলওয়ে জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুস সালাম বিন ইউসুফ, আলাউদ্দিন নগর বাহার জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আতিয়ার রহমান, আলাউদ্দিন নগর বাহারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ ক্বারী মোঃ ইলিয়াস হোসাইন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ৫নং নন্দলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান খোকন।


এ সময় বিভিন্ন এলাকা থেকে আগত আমন্ত্রিত অতিথি ও এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য আলাউদ্দিন আহমেদ ও সুরাইয়া বিলকিসের স্বত্তাধিকারী ‘প্যারেন্টস লজ’ ৪র্থ তলা চোঁখ ধাঁধানো দর্শনীয় বাড়ি নির্মান করতে যারা নিরলস পরিশ্রম করে গেছেন তাদের কথা না বললেই নয়। তারা হলেন, নকশা প্রণয়নকারী সংস্থা: বি.বি.জি.ইঞ্জিনিয়ার্স, ঢাকা প্রধান স্থপতি: মনোয়ারা হাসান রিনি প্রধান প্রকৌশলী: মোঃ নূরে আলম প্রকল্প পরিচালক: প্রকৌশলী নাসিরুল ইসলাম প্রকল্প প্রকৌশলী: মোঃ তারিকুল ইসলাম এছাড়াও ভবনটি নির্মাণ কাজে তড়িৎ প্রকৌশলী, সহকারী স্থপতি-প্রকৌশলী রাজমিস্ত্রি, শ্রমজীবী সহ প্রায় ১০০ জনবল নিরলস ভাবে পরিশ্রম করেছন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580