বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ অপহরন মামলায় চরমপন্থী সন্ত্রাসী কুষ্টিয়ার লিপ্টন গ্রেফতার : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন : প্রতিবাদী কন্ঠ হত্যা মামলার আসামী কুষ্টিয়ার কাউন্সিলর কৌশিক গ্রেফতার : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পপতির স্ত্রীর লাখ টাকার আমগাছ উধাও, থানায় অভিযোগ : প্রতিবাদী কন্ঠ জাকির সরকারের মহতি উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা : প্রতিবাদী কন্ঠ বৈষম্যবিরোধী আন্দোলনে সবুজ হত্যা মামলায় আটক শীর্ষ চরমপন্থী নেতা লিপটন এক দিনের রিমান্ডে : প্রতিবাদী কন্ঠ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার উপর ছাত্রদলের হা”ম”লা : প্রতিবাদী কন্ঠ

সাতক্ষীরায় বঙ্গবন্ধু পরিষদের জেল হত্যা দিবসের আলোচনাসভায় বীর মুক্তিযোদ্ধা রবি এমপি

কাজি মনোয়ারুল হক মুন্না সাতক্ষিরা
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৮৫৯ পাঠক পড়েছে

সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে জেল হত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনাসভায় সাতক্ষীরা সদর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি বলেন, যারা দেশকে ভালবাসে না, দেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না তারাই জাতীয় চার নেতাকে হত্যা করেছিল বলে মন্তব্য করেন । তিনি আরও বলেন আজও দেশকে নিয়ে তারাই ষড়যন্ত্র করছে । জেল হত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ইতিহাসের জঘন্যতম দিন এই ৩রা নভেম্বর। এদিনে জেলখানায় জাতীয় চার নেতাকে স্বাধীনতা বিরোধীরা হত্যা করে। এরা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে বারবার হামলা করেছে। মহান আল্লাহ তায়ালা বাংলাদেশের জনগণের ভাগ্যোন্নয়নে জননেত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন।

প্রধান অতিথি আরও বলেন, আমরা অতীত থেকে অনেক কিছু শিখেছি। সেই শিক্ষা থেকে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে দলকে সুসংগঠিত করে ঐক্যবদ্ধ হয়ে দলকে এগিয়ে নিতে হবে।

সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাশেমী তপু’র সঞ্চালনায় অত্র পরিষদের সভাপতি মকসুমুল হাকিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা চেয়ারম্যান জ্যোৎস্না আরা, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার চীফ এডিটর শেখ তহিদুর রহমান, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সদর উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য প্রভাষক এম সুশান্ত প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট দাড়িয়ে নিরাবতা পালন করা হয়। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুরাতন কোর্ট মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহমেদ । এসময় আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ জেলা বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580