নিজস্ব প্রতিবেদক।।
বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সভা গতকাল বিকেলে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়।সভার শুরুতে শোকের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। সভার সভাপতিত্ব করেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক। সভা সঞ্চালনা করেন মহাসচিব দীপ আজাদ। বক্তব্য রাখেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ, মেশাররফ হোসেন, নয়ন, যুগ্ম মহাসচিব মামুনুর রশীদ, হেদায়েত হোসেন, অমিত হাসান, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, দপ্তর সম্পাদক সেবীকা রানী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, নারায়নগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আমির স্মিথ, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহিদুল ইসলাম আর্টিস্ট, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক জি এম রউফ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি তাপস বাপ্পী, নির্বাহী সদস্য কৌশিক দে বাপী প্রমুখ। সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে সারাদেশে সাংবাদিকদের বেতনভাতা নিশ্চিত করতে হবে। নবম ওয়েজ বোর্ডের বাঁধা দূর করে দশম ওয়েজবোর্ড বাস্তবায়ন করতে হবে। যত্রতত্র ভূঁইফোড় অনলাইনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করতে হবে।
আজ সকাল ৯ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে সকাল ১০ টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।