আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। সোমবার বিকালে এই কমিটি অনুমোদন দেয়া হয়। স্বেচ্ছাসেবক লীগ দিয়ে শুরু হচ্ছে
সহযোগীদের পূর্ণাঙ্গ কমিটি কমিটির কেন্দ্রীয় উপদেষ্টা পদে ১০ জন, সহ-সভাপতি পদে ১৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে তিনজন, সাংগঠনিক সম্পাদক পদে ৯ জন, বিষয়ভিত্তিক সম্পাদক পদে ৩৫ জন, উপ-সম্পাদক পদে ২৮ জন এবং সদস্য পদে ৫০ জনকে নিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে।
গত বছর ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে নির্মল রঞ্জন গুহকে সভাপতি এবং আফজালুর রহমান বাবুকে সাধারণ সম্পাদক করে স্বেচ্ছাসেবক লীগের দুই সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটি পূর্ণাঙ্গ করতে আওয়ামী লীগের সভাপতির কাছে প্রস্তাবিত কমিটি জমা দিলে তা অনুমোদন পায়।
অনুমোদন পায়।