আগামী ১১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে এই টুর্নামেন্টের নাম হবে প্রেসিডেন্ট কাপ। এই টুর্নামেন্টের লোগোও প্রকাশ করেছে বিসিবি।
জাতীয় দল, এইচপির শীর্ষ ক্রিকেটাররা খেললেও এই টুর্নামেন্টে থাকছে না স্পন্সর। গত ৬ অক্টোবর ৫০ ওভারের এই টুর্নামেন্টে অংশগ্রহনকারী তিনটি দলের নাম প্রকাশ করা হয়েছে। তিন দলের নাম দেওয়া হয়েছে তামিম একাদশ, মাহমুদউল্লাহ একাদশ ও নাজমুল একাদশ। একই দিন তারিখ চূড়ান্ত হলেও নাম চূড়ান্ত হয়নি। কিন্তু আজ বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী বহুল অপেক্ষিত সেই নাম জানালেন। বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘এটা একদমই বিসিবির মধ্যে করা হচ্ছে। আমাদের দলগুলো, আমাদের টপ ৫০ জন ক্রিকেটার অংশ নিবে। বিসিবির নিজস্ব ব্যবস্থাপনায় সবসময়ই টুর্নামেন্ট আয়োজন করা হয় এবং স্পন্সরও নেওয়া হয় এটা ঠিক। কিন্তু এই টুর্নামেন্টের জন্য আপাতত আমাদের যে প্ল্যান তাতে কোন স্পন্সর নেই এবং এ ধরণের কোন পরিকল্পনা আমরা এখন পর্যন্ত করিনি।’