প্রতিবাদী কণ্ঠ ডেস্ক : কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের, আয়োজনে ২০২১-২০২২ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় হাইব্রিড বোরো ধান চাষাবাদের কম্বাইন হারভেস্টারের সাহায্যে ধান কর্তনের মধ্য দিয়ে সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রামে শস্য কর্তন ও মাঠ দিবস পালিত পালিত হয়।
গত ২৪ তারিখ বিকেলে কৃষিবিদ সুকান্ত কুমার প্রামাণিক, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়ার সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা প্রশিক্ষণ অফিসার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ সুফি মোঃ রফিকুজ্জামান, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, অতিরিক্ত উপপরিচালক (শস্য), কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ মোঃওয়াহিদুজ্জামান।
স্বাগত বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ জনাব সৌমিত্র কুমার শীল ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উজানগ্রাম ইউনিয়ন ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান সহ উক্ত ইউনিয়নের কৃষক পরিবারের সদস্যগ। সকলের উপস্থিতিতে প্রধান অতিথি কম্বাইন হারভেষ্টারের সাহায্যে শস্য কর্তন ও মাঠ দিবস পালন করেন।