রেদোয়ানুল হক সবুজ : কুষ্টিয়া নিহত সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের নামে চেক জালিয়াতি সিআর মামলার ওয়ারেন্ট বের হওয়ার পর রুবেলের বাড়িতে মৃত্যু সনদ আনতে গিয়ে একটি কুচক্রি মহলের অপপ্রচারের শিকার হতে হয়েছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। গত শনিবার ২২ তারিখ বেলা ১২ টার সময় সাংবাদিক রুবেলের বাড়িতে তার মায়ের কাছে মৃত্যু সনদ আনতে গিয়ে এই অপপ্রচারের শিকার হন মিলপাড়া পুলিশ ক্যাম্পের টু আইসি এএসআই আসাদুল ইসলাম আসাদ সহ সংগীয় ফোর্স।
এ বিষয়ে এএসআই আসাদুল ইসলাম আসাদের সাথে কথা হলে তিনি বলেন, কুষ্টিয়া সিআর ৩১০/২২ নং মামলার ওয়ারেন্ট আমার হাতে আসার পর আমি জানতে পারি ওয়ারেন্টভুক্ত সাংবাদিক হাসিবুর রহমান রুবেল মারা গেছে। সেই ওয়ারেন্ট তামিল করার জন্য সাংবাদিক রুবেলের মায়ের কাছে রুবেলের মৃত্যু সনদের কাগজ আনতে গেলে তিনি বলেন, মৃত্যু সনদের কাগজতো আমার নাই। কাগজটি আমার বড় ছেলের কুষ্টিয়া মিনিসিপ্যাল বাজারে দোকানে রয়েছে, তার কাছে গেলে সে সনদ দিয়ে দিবে। তার কথামত আমি মিনিসিপ্যাল বাজারে গিয়ে তার বড় ছেলের কাছ থেকে মৃত্যু সনদ নিয়ে কোর্টে জমা দেই। এরপর থেকে কেবা কারা মিথ্যা ও ভুলভাল তথ্য দিয়ে পুলিশের বিরুদ্ধে মিথ্যা প্রচার ছড়াচ্ছে।
বিষয়টি নিয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, রুবেলের বিষয়টি সম্পর্কে জেলা পুলিশের সকলেই জানেন। কিন্তু কোর্টে সব সময় দালিলিক প্রমান দাখিল করতে হয়, যার কারনে থানা পুলিশ অর্ডারটি পাওয়ার সাথে সাথে নিহত রুবেলের বাড়িতে মৃত্যুর সনদটি আনতে যায়। ইতিমথ্যে এএসআই আসাদুল ইসলাম আসাদ মৃত্যু সনদ পত্রটি এনে আদালতে দাখিল করেছেন। সে আদালতের নির্দেশ পালন করেছেন। মৃত্যু সনদ পত্রটি কোর্টে জমা দেওয়ার পর মামলাটি খারিজ হয়ে যায়।