কুষ্টিয়ায় ২৪ ফেব্রুয়ারি’২১ সদ্য যোগদানকৃত নবাগত পুলিশ সুপার মো. খায়রুল আলম। পুলিশ সুপার কনফারেন্স রুমে জেলার সাংবাদিকদের সাথে ২মার্চ
মঙ্গলবার মতবিনিময় সভা করেন।
নবাগত পুলিশ সুপার মোঃ খাইরুল আলম বলেন, জেলার মানুষের সেবা করতে চাই। সম্মান পেয়েছি, এখন মানুষের জন্য কাজ করতে চাই। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে নিরলস ভাবে কাজ করতে চাই । মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির ঘটনায় জিরো টলারেন্স, কাউকে ছাড় দেওয়া হবে না ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতিকুল ইসলাম আতিক, ডিআইও ওয়ান ফয়সাল হোসেন।
সাংবাদিকদের মধ্যে কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসির সভাপতি কবি রাশেদুল ইসলাম বিপ্লব,সিনিয়র সহ-সভাপতি আরিফিন বাবু, সহ-সভাপতি জামিল হাসান খান খোকন, কোষাধ্যাক্ষ মিলন উল্লাহ,
নির্বাহী সদস্য ও কুষ্টিয়া অনুসন্ধান সম্পাদক তৌফিক তপন, নির্বাহী সদস্য আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সাধারণ সদস্য দৈনিক মুক্তির বার্তা প্রকাশক ও সম্পাদক চাঁদ আলী, দৈনিক পদ্মা গড়াই পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাদমান শাহরিয়ার রাজু, নির্বাহী রাকিবুল হাসানসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ রা উপস্থিত ছিলেন।