কুষ্টিয়া ইবি থানার বাড়ুইপাড়া এলাকার কাঠাল তলা নামক স্থান থেকে সাগর (২৫) নামের একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ইবি থানা পুলিশ ৩ জনকে আটক করেছে।
সাগর বারুইপাড়া গ্রামের ফারুক মন্ডলের ছেলে। তথ্য সূত্রে জানা যায়, সোমবার সকালে সাগর রাজ মিস্ত্রীর কাজে বাড়ি থেকে বেড় হয়ে যায়। অনেক রাত অবদি সাগর বাড়িতে না ফিরাই, আত্মীয়-স্বজনরা অনেক খোঁজা খুঁজি করতে থাকে। আজ(মঙ্গলবার)সকালে শ্যামপুর বারুইপাড়ার মাঝামাঝি কাঠাল তলা নামক স্থানে সাগরের লাশ দেখতে পায় এক কৃষক। পরে ওই কৃষক কয়েকজনকে সংবাদটি জানালে, সাগরের বাড়িতে পৌছে যায় যে সাগরকে পাওয়া গেছে। এদিকে লোকজন এসে তার লাশ সনাক্ত করে যে এই মৃত ছেলেটি ফারুক মন্ডলের ছেলে । এলাকাবাসী জানান, পাওনা টাকার বিরোধ নিয়ে এ হত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে।
ইবি থানা পুলিশ ঘটনাস্থলে যেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করে। থানা পুলিশ জানান, এটি হত্যা না আত্মহত্যা তদন্তের পরে জানা যাবে।