কুষ্টিয়ার প্রথম সারির করোণা যোদ্ধা ডা. মুছা কবির আজ করোনায় আক্রান্ত। আজ বুধবার সকালে অ্যান্টিজেন পরীক্ষায় সকলের প্রিয় মানবিক ডাক্তার মুসা কবিরের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে।
তিনি একজন চিকিৎসক বললে ভুল হবে, তিনি অনেক গুণে গুণান্বিত সকলের প্রিয় একজন ব্যক্তি ও একজন মানবতার ফেরিওয়ালা। করোনার এই মহামারীর দুর্দিনে তিনি যে অক্লান্ত পরিশ্রম করে গেছেন তা কুষ্টিয়াবাসীর ভোলার কথা নয়। সদা হাস্যজ্জল প্রাণপ্রিয় এই মানুষটি দীর্ঘদিন ধরে করোণা ওয়ার্ডে করোণা রোগীদের সেবা দিয়ে গেছেন আজ তিনি নিজেই করোনায় আক্রান্ত।
করোনাকালে তার কাছে সমগ্র কুষ্টিয়াবাসীর ঋণ শোধ করাটাও অসম্ভব। রাত নেই দিন নেই, যখন প্রয়োজন তখনই ডা. এ. এস. এম. মুসা কবির কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কোভিড ওয়ার্ডে হাজির হন। ইতিপূর্বে তার বাবা-মা দুজনেই করোনায় আক্রান্ত হয়েছিলেন, কিন্তু তবুও উনি ভয় পেয়ে পিছিয়ে যাননি।
শুধু এই করোনা নয়, ২০১৯ সালের ডেঙ্গু মহামারীতেও হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের দায়িত্বও তুলে নিয়েছিলেন নিজের কাঁধে। চলমান করোনার মৃত্যু ঝুঁকিকে সামনে নিয়ে মানুষের জন্য নিরলস ভাবে পরিশ্রম করে চলেছেন। ইনিই সেই মুসা কবির, যিনি শুধুমাত্র একজন চিকিৎসকই নন, তিনি জনগণের সেবায় সর্বদা নিয়োজিত একজন খাদেম।
কুষ্টিয়াবাসীর এখন একটাই প্রশ্ন ডাক্তার মুসা কবির যে করোণা ওয়ার্ডের রোগীদের সেবা-যত্ন করছিলেন। কিন্তু তিনি তো এখন হোম আইসোলেশন এ আছেন। তার পরিবর্তে অন্য কোন ডাক্তার কি তার মত সেবা দিতে পারবেন করোনা রোগীদের জন্য। কুষ্টিয়াবাসী ডাক্তার মুসা কবিরের জন্য দোয়া প্রার্থনা করে বলেন, তিনি যেন অতি দ্রুত সুস্থ হয়ে উঠে আবারও করোণা রোগীদের পাশে গিয়ে দাঁড়াক এটাই আমাদের কাম্য।