শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
২২ দফার দাবিতে কুষ্টিয়ায় বিএটি শ্রমিকদের কর্মবিরতি ও মানববন্ধন : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত : প্রতিবাদী কন্ঠ জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সবুজ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়াতে চাচার ধর্ষণের শিকার ১৩ বছরের শিশু নবজাতকের জন্ম দিল :প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় চোর সন্দেহে রিক্্রাচালককে হত্যার অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ছবির শেখকে গণপিটুনি : প্রতিবাদী কন্ঠ দেহ ব্যবসায়ীদের আস্তানা গুড়িয়ে ও পুড়িয়ে দিলেন এলাকাবাসী : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার চার সুদেল ব্যবসায়ীর খপ্পরে পড়ে হারুন এখন ঘরছাড়া : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া পৌর ১৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ার টাইগার আলম ও কালা সাইফুলের মাদকের ভয়াল থাবায় ধ্বংসের পথে যুব সমাজ : প্রতিবাদী কন্ঠ

রেদওয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৩৪৭ পাঠক পড়েছে

রেদোয়ানুল হক সবুজ : কুষ্টিয়ার মাদক সম্রাট আলম ওরফে টাইগার আলম ও সাইফুল ওরফে কালা সাইফুল বেপরোয়া মাদক ব্যবসা এখন স্বপ্নের মেডিকেল কলেজের ভিতরে। একদিকে তার মাদদের ফাঁদে জড়িয়ে পড়েছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অন্যদিকে এলাকার যুব সমাজও আজ ধ্বংসের মুখে ধাবিত হচ্ছে। প্রতিদিন লাখ লাখ টাকার মাদক যুবসমাজের মধ্যে ছড়িয়ে দিয়ে যুব সমাজকে ধ্বংস করছে বলে অভিযোগ তুলেছে শহরতলীর লাহিনী বটতলার সূশীল সমাজ। আলম কুষ্টিয়া শহরতলী লাহিনী বটতলা এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে। তিনি বর্তমানে টাইগার আলম নামে পরিচিত। একই এলাকার সমেশ ঘরামির ছেলে সাইফুল ওরফে কালা সাইফুল দিন রাত তাদের বাড়িতে ও লাহিনী বটতলা এলাকাসহ কুষ্টিয়া মেডিকেল কলেজ এলাকার নবনির্মিত ভবনের মধ্যে তাদের রমরমা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য যে, এলাকার ছোট-ছোট ছেলেদের দিয়ে আলম ও সাইফুল ওরফে কালা সাইফুল তার এই মাদক ব্যবসা করাচ্ছে বলে তথ্য পাওয়া গেছে।

প্রতিদিন লাখ-লাখ টাকার ফেনসিডিল ইয়াবা ও গাঁজা অবাধে বিক্রি অব্যাহত রেখেছে। এলাকাবাসী তাদের মাদক ব্যবসা বন্ধের চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে বলে জানা গেছে। মাদক সম্রাট আলমের নেটওয়ার্ক এতই শক্তিশালী যে পাইকারি মূল্যে বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে যাচ্ছে। এতে করে শুধু লাহিনী নয় গোটা কুষ্টিয়ায় তার মাদক পৌছে যাচ্ছে। উঠতি বয়সী ছেলেরা তার এই মাদকের কারণেই ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে বলে ভ’ক্তভুগী অভিভাবকেরা প্রতিবেদককে জানান। কুষ্টিয়া মডেল থানা সূত্রে জানা যায়, আলম ওরফে টাইগার আলম ও কালা সাইফুলের বিরুদ্ধে বেশ কয়েকটি মাদক মামলাও রয়েছে। এই দুই মাদক ব্যবসায়ী বলেন, আমরা প্রশাসনকে ম্যানেজ করেই ব্যবসা করি।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580