জরুরি সেবা পাওয়ার হটলাইন ‘৯৯৯’। নাগরিকরা বিপদে পড়লে যাতে দ্রুত সহায়তা পায় তাই এই নম্বর চালু করেছে সরকার। ইতিমধ্যে অনেকে এই নম্বরে ফোন করে সেবাও পেয়েছেন। গণমাধ্যমে প্রকাশিত কিছু খবর থাকছে আজকের প্রতিবেদনে।
দুই তরুণী উদ্ধার: জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ৫ অক্টোবর চট্টগ্রামের একটি বাসা থেকে দুই তরুণীকে উদ্ধার করে পুলিশ। এই সময় এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, করোনার কারণে চাকরি হারানো এই দুইজনকে চাকরি দেওয়ার নামে ঐ বাসায় এনে আটকে রেখে দেহব্যবসায় বাধ্য করা হয়েছিল।
পুত্রবধূর ফোনে শ্বশুর আটক: ঢাকার পল্লবীর এক নারী ২০ সেপ্টেম্বর ৯৯৯ নম্বরে ফোন করে তার শ্বশুরের বিরুদ্ধে তাকে ধর্ষণের অভিযোগ করেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে শ্বশুরকে গ্রেপ্তার করে। ঐ নারী ৯৯৯ নম্বরে আরো জানান, তার স্বামী শারীরিক প্রতিবন্ধী এবং তার এক সন্তান রয়েছে। মাস চারেক আগে শাশুড়ি মারা যাওযার পর থেকেই শ্বশুর তাকে উত্ত্যক্ত করে আসছিল বলে অভিযোগ করেন তিনি।