ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে সাতক্ষীরা প্রেসক্লাব নির্বাচন জমে উঠেছে, চলছে জোর প্রচার-প্রচারনা,
এবারের নির্বাচনে দুটি প্যানেলের মধ্যে হবে ভোটের লড়াই । একদিকে আছে সম্মিলিত সাংবাদিক ঐক্য পরিষদ, অপরদিকে আছে রামকৃষ্ণ- কাসেম পরিষদ ।
সম্মলিত সাংবাদিক ঐক্য পরিষদ বাপী-সুজন প্যানেলে সভাপতি পদে নির্বাচন করছে গতবারের নির্বাচিত সাধারন সম্পাদক মমতাজ আহম্মেদ বাপ্পী, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারন সম্পাদক মোহম্মদ আলী সুজন, যুগ্ন সাধারন সম্পাদক ইয়ারব হোসেন, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, সাহিত্য, সাংস্কিতি ও ক্রীডা সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য যথাক্রমে মকসুমুল হাকিম, সেলিম রেজা, এম শাহীন গোলদার, আব্দুল গফুর সরদার মো: মাসুদুর রহমান
অপরদিকে রামকৃষ্ণ- কাসেম পরিষদ সভাপতি পদে নির্বাচন করছে রামকৃষ্ণ চক্রবর্তী, সহ-সভাপতি আব্দুল ওয়াজেদ কচি, সাধারন সম্পাদক আবুল কাসেম, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক মো: রবিউল ইসলাম, অর্থ সম্পাদক মো: মোশারফ হোসেন, সাহিত্য, সাংস্কিতি ও ক্রীডা সম্পাদক কৃষ্ণ মোহন ব্যানার্জি, দপ্তর সম্পাদক ইর্বাহিম খলিল, নির্বাহী সদস্য যথাক্রমে গোলাম সরোয়ার, এ্যাড: খাইরুল বদিউজ্জামান, রফিকুল ইসলাম শাওন, আব্দুস সামাদ, ফারুক রহমান।
এবারের নির্বাচন হবে ব্যাপক প্রতিদ্বন্দ্বীতা পূর্ন, আর এই হাড্ডা-হাড্ডি । নির্বাচনকে ঘিরে প্রার্থীরা নিজেদের প্যানেলকে জয়ী করতে ছুটছে প্রেসক্লাবের সাধারণ সদস্য ভোটারদের দ্বারে দ্বারে । তবে সাধারন সদস্য ভোটাররা নির্বাচনকে বেশী গুরুত্ব দিচ্ছে আর বলছে যারা সকল সাংবাদিকদের কল্যানে কাজ করবে, সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়ে বলিষ্ঠ ভুমিকা রাখবে, সকল সময় পাশে থাকবে তাকেই এবারের নির্বাচনে নির্বাচিত করার প্রত্যয় করেছে । ৬মার্চ শনিবার ভোট গ্রহণ হবে।