কুষ্টিয়া জেলার ইবি থানার লক্ষীপুর হাসানবাগ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুলের বিরুদ্ধে স্কুলের বালি, খোয়া, রড দিয়ে নিজ বাড়ি নির্মাণ করার অভিযোগ উঠেছে। গত ১৩ আগস্ট শুক্রবার সকালে প্রধান শিক্ষক মোঃ সামসুল ইসলাম স্কুলের প্রহরীকে সাথে নিয়ে স্কুলের উন্নয়ন কাজে ব্যবহৃত বালি, খোয়া, রড লুন্ঠন করে হাসানবাগ বাজারের মধ্য দিয়ে ভ্যানগাড়ী ও স্যালো ইঞ্জিন চালিত লাটা হাম্বা যোগে তার নির্মাণাধীন বাড়িতে নিয়ে যায়। ওই সময় বাজারে উপস্থিত লোকজন তা ধরে ফেলে। বিষয়টি তাৎক্ষণিকভাবে এলাকার মধ্যে নিমিষেই ছড়িয়ে পড়ে। বর্তমানে বিষয়টি নিয়ে এলাকায় সমালোচনার ঝড় চলছে। অন্যদিকে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রধান শিক্ষক সামসুল ইসলাম।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মোঃ সামসুল ইসলাম এর সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি স্কুলের বালি, খোয়া, রড নিজ বাড়ি নির্মাণের কাজে নিয়ে এসেছি। তবে আমি স্কুলের ম্যানেজিং কমিটির সাথে কথা বলে নিয়ে এসেছি। স্কুল খুললে আমার নেয়া বালি, খোয়া, রডের নির্ধারিত মূল্য পরিশোধ করবো।
অন্যদিকে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রানা বলেন, এ বিষয়ে প্রধান শিক্ষক মোঃ সামসুল ইসলাম আমাকে কোন প্রকার অবগত না করেই স্কুলের রড, বালি, খোয়া বাড়িতে নিয়ে গেছে। আমি পরবর্তীতে বিষয়টি জানতে পেরে প্রধান শিক্ষকের সাথে কথা বললে তিনি জানান, স্কুলের উপর পড়ে থাকা এই রড, বালি, খোয়া নষ্ট হচ্ছিল তাই আমি বাড়িতে নিয়ে এসেছি, আমার নির্মাণাধীন বাড়িতে ব্যবহারের জন্য। তবে স্কুল খুললে আমি এর মূল্য পরিশোধ করে দিব।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা শিক্ষা কর্মকর্তা প্রতিবেদককে বলেন, প্রতিষ্ঠানের উন্নয়ন মুলক কাজের জন্য ব্যবহৃত কোন সম্পত্তি নষ্ট হয়ে গেলেও ব্যক্তিগত কাজের জন্য নিয়ে যাওয়া তো দূরের কথা, তার গায়ে হাত দেয়ার ক্ষমতা কারো নেই। তিনি এটাও বলেন, বিষয়টির সত্যতা প্রমাণ হলে উক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।