বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ার আতিয়ার খাঁ হত্যাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে ধূম্রজাল -পর্ব ১ : প্রতিবাদী কন্ঠ সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় ফ্যাসিষ্ট সরকারের এজেন্ডা বাস্তবায়নের লক্ষে আ.লীগ নেতাদের নিয়ে ইউএনও’র মিটিং : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া জেলার ঝাউদিয়া থানা বাস্তবায়নের দাবিতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার আলাউদ্দিন নগরে অনুষ্ঠিত হল পিঠা উৎসব ও কৃষি মেলা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বিএনপি’র বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ : প্রতিবাদী কন্ঠ মাদক ও অস্ত্র ব্যবসায়ী বিএনপি নেতার বাড়িতে মিলল ইয়াবা ও প্রায় ২০ লাখ টাকা : প্রতিবাদী কন্ঠ আ.লীগ সরকারের আমলে দখল নেওয়া জমি উদ্ধার করল গৃহায়ণ কর্তৃপক্ষ : প্রতিবাদী কন্ঠ শিল্পপতি আলাউদ্দিন আহমেদ’র স্ত্রী সুরাইয়া বিলকিসের বিষমুক্ত ছাদ বাগান : প্রতিবাদী কন্ঠ

শৈলকুপার দামুকদিয়া গ্রামে লুটপাট-ভাংচুর: নিরব দর্শকের ভূমিকায় পুলিশ

শৈলকূপা প্রতিনিধি :
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৭৩৭ পাঠক পড়েছে

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৯নং মনোহরপুর ইউনিয়নের দামুকদিয়া গ্রামে যুবলীগ কর্মী হত্যাকান্ডের ঘটনায় ভাংচুর লুটপাটে নিরব দর্শকের ভূমিকায় পুলিশের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে সচেতন মহল।
একটি উচ্চক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন এলাকার ক্ষতিগ্রস্ত মানুষ। গ্রামছাড়া শতাধিক পরিবারের মানুষের সীমাহীন দূর্ভোগের অন্ত নেই। দেখার কেউ নেই এমনকি স্থানীয় প্রশাসনের কোন প্রকার সহযোগিতা পাচ্ছেনা ভুক্তভোগী পরিবারগুলো।গত ২৫ জুলাই ২০২১ মনোহরপুর ইউনিয়নের দামুকদিয়া গ্রামে রাতের আধারে সন্ত্রাসী হামলায় নিহত হয় যুবলীগ কর্মী রাশেদুল ইসলাম ওরফে উকিল মৃধা (৪৫)। এ ঘটনায় ২৮ জনের নামসহ অজ্ঞাত আরো ৮/১০ জনকে আসামী করে মামলা করেন নিহতের স্ত্রী ইউপি সদস্য তানিয়া বেগম।
এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই মনোহরপুর ইউনিয়নে সামাজিক ও রাজনৈতিক দল ভাঙ্গনকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই গ্রুপে বিবাদ চলে আসছিল। এরই জের ধরে ঘটনার দিন উভয় পক্ষের দ্বন্দ্ব নিরসনের লক্ষে শৈলকুপা থানায় সমঝোতার মিটিং থাকায় একপক্ষ হাজির না হওয়ায় আলোচনা স্থগিত থাকে। পরে রাত ৮টার দিকে বাড়ি ফেরার পথে দামুকদিয়া গ্রামে উকিল মৃধার উপর অতর্কিত হামলা চালানো হয়। আহত উকিল মৃধাকে স্থানীয়রা উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বাদীর অভিযোগ, গ্রামের প্রতিপক্ষ গ্রুপ তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। মনোহরপুর গ্রামের ইউপি সদস্য কাজী সেলিম রেজা জানান, তার ভাই উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান নওরোজ ও হাজরামিনা গ্রামের সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি জাহিদুল ইসলাম শৈলকুপা থানায় মিটিংয়ে হাজির ছিল। তাদেরকে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় আসামী করা হয়েছে।
উল্লেখ্য হত্যাকান্ডের ঘটনাকে কেন্দ্র করে দামুকদিয়া, সীমান্ত বাজার, মনোহরপুর, মাধবপুর, লক্ষীপুর, হাজরামিনা, বিজুলিয়াসহ আশপাশের বেশ কয়েকটি গ্রাম উত্তপ্ত হয়ে ওঠে। সরব হয়ে উঠেছে ইউনিয়ন ও উপজেলা আওয়ামীলীগের দুগ্রুপের রাজনৈতিক অঙ্গন। পুলিশের উপস্থিতিতেই মুহুর্তে লুটপাট হয়ে গেছে প্রায় অর্ধশত বাড়িঘরের মালামাল। গরু-ছাগল, ঘরের আসবাবপত্র, ফসলাদি লুটপাটের সাথে সাথে ভয়ভীতি দেখিয়ে বাড়ি ছাড়া করা হয়েছে বহু মানুষের। বাদ পড়েনি বৃদ্ধ, শিশু-কিশোর, স্কুল শিক্ষার্থীসহ গৃহবধুরাও।
দামুকদিয়া সীমান্তবাজার এলাকার বেশিরভাগ বাড়িতে এখন থমথমে ভাব বিরাজ করছে। ভুক্তভোগীরা জানান, পুলিশের উপস্থিতি থাকলেও থেমে নেই আসামীদের বাড়িঘর থেকে মালপত্র লুটপাট। এসব বাড়ির লোকজন তাড়িয়ে ঘরের ফসলাদি সমস্ত আসবাবপত্রের পাশাপাশি লুট হচ্ছে মাঠের ফসল। বাড়ি না ফিরতে আসামীপক্ষের চলছে হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন।
সরেজমিন ঘুরে দেখা গেছে, বেশকিছু বাড়িতে ভাংচুর করা হয়েছে। গোয়ালের গরু, ক্ষেতের ফসলসহ লুট হয়েছে বিভিন্ন কৃষিপন্য। ঘরে থাকা শতশত মন পাট পিঁয়াজসহ গৃহস্থালী আসবাবপত্র সবই নিয়ে গেছে লুটেরা বাহিনী। বিরাণভূমির মত পড়ে থাকা দামুকদিয়া গ্রামের শতাধিক ঘরবাড়িতে জনমানবের চিহ্ন নেই, প্রতিপক্ষ লুটেরা বাহিনী নিয়ে গেছে খেতের ফসল, পুকুরের মাছ, বাগানের গাছসহ বাড়িঘরের আসবাবপত্র। সন্ধ্যা নামতেই বেড়ে যায় লুটেরাদের দৌরাত্ব।
অসহায় ভুক্তভোগিদের অভিযোগ শৈলকুপা পুলিশের সহযোগিতা না পেয়ে এখন আর কেউ পুলিশকে ফোন করেনা। তারা আরও অভিযোগ তুলে বলেন, ওসি জাহাঙ্গীর আলম শৈলকুপা যোগদানের পর থেকেই সাধারন জনগণকে অশালীন ভাষা আর খারাপ ব্যবহার করা নিয়ে প্রশ্ন ওঠে। সাংবাদিক, জনপ্রতিনিধি, সুধিমহল এমনকি পুলিশ প্রশাসনের কর্মরতদের সাথেও তিনি খারাপ ব্যবহার করে থাকেন। নিয়মিত অফিস করেননা, তাৎনিক বিশেষ খবর পেলেও ঘটনাস্থল পরিদর্শন করেননা। এমনকি কোন এলাকায় দাঙ্গা হাঙ্গামার খবর পেলে মোবাইল ফোনে উভয়পক্ষকে ডেকে সালিশ ঘরে মিমাংসার চেষ্টা চালানোর অভিযোগ রয়েছে। এরই প্রতিফলন আজ দামুকদিয়া, ভাটবাড়িয়া, সেখেরপাড়া বাখরবা গ্রামের হত্যাকান্ড। এ বিষয়ে তারা ঝিনাইদহ পুলিশ সুপার ও খুলনা ডিআইজি মহোদয়ের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580