আব্দুর রহমান : শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপির সাথে বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি ২০২৪ ইং রোজ সোমবার সকাল ১১:৩০ ঘটিকার সময় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী মহিবুল যে হাসান চৌধুরী নওফেল এমপির মহোদয়ের সাথে বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। উক্ত সাক্ষাৎ অনুষ্ঠানে বাংলাদেশের প্রায় ৪০ টি সরকারি বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ আন্ত: বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের নির্বাচিত নেতাগণ সাক্ষাৎ করেন।
উক্ত সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাগনের সার্বিক খোঁজখবর নেন। সাক্ষাৎ অনুষ্ঠান শেষে আন্তঃ বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের নেতাগণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে মহিবুল হাসান চৌধুরী এমপিকে শিক্ষা মন্ত্রী করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং মন্ত্রীর নেতৃত্বে দেশের বিশ্ববিদ্যালয় সমূহের উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করেন।