প্রতিবাদী কণ্ঠ ডেস্ক : বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির নির্দেশে গত ২৪ আগষ্ট বুধবার বিকেলে থানাপাড়ায় অবস্থিত অস্থায়ী কার্যালয়ে ‘মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধতা ও অধিকার প্রতিষ্ঠায় সর্বস্তরের সাংবাদিক জাগো’ এই স্লোগানকে সামনে রেখে ডা. এম. এ মান্নানকে আহবায়ক, যুগ্ম আহ্বায়ক নুরুন্নাহার সীমা, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম ও যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ এবং কে এম শাহীন রেজাকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কুষ্টিয়া জেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। উক্ত আহবায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি তৈরীর লক্ষ্যে গত ০৭ সেপ্টেম্বর তারিখে বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান অনুমোদন করেন। ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে আরো রয়েছেন, সাংগঠনিক সচিব আশরাফুল ইসলাম, দপ্তর সচিব জিহাদুল ইসলাম জিয়া, অর্থ সচিব ইমতিয়াজ আহমেদ মিলন, সহকারী অর্থ সচিব রেদোওয়ান সিদ্দিক, আইন বিষয়ক সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহেল কাফি। সদস্য হিসেবে আছেন, নুর আলম শেখ মিলন, রিয়াজুল ইসলাম সেতু, আমিন হাসান, কামরুজ্জামান রিপন, আব্দুর রহমান, আবির হাসান স্বাধীন, আরাফাত হোসেন, নাসিম আহমেদ, জুয়েল রানা, সলেমান শাহ ও রাব্বি আহমেদ। আহবায়ক কমিটি অনুমোদন উপলক্ষে উক্ত প্রেস ক্লাবের থানা পাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে গত ৮ তারিখ বিকেলে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। আহবায়ক ডা: আব্দুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা পরিচালনা করেন সদস্য সচিব কে এম শাহীন রেজা। কেন্দ্রীয় কমিটির নির্দেশে আগামী এক মাসের মধ্যে কুষ্টিয়ার সকল উপজেলায় আহবায়ক কমিটি গঠন করা হবে এবং আগামী তিন মাসের মধ্যে কুষ্টিয়া জেলা কমিটি তৈরী করতে হবে। সেই সাথে সকলের সর্ব সম্মতিক্রমে কুষ্টিয়া জেলা আহবায়ক কমিটি আগামী দিনের কর্ম পরিকল্পনা সম্পর্কে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও জরুরী সভায় উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম ও যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, সাংগঠনিক সচিব আশরাফুল ইসলাম, দপ্তর সচিব জিহাদুল ইসলাম জিয়া, অর্থ সচিব ইমতিয়াজ আহমেদ মিলন, সহকারী অর্থ সচিব রেদোওয়ান সিদ্দিক, আইন বিষয়ক সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহেল কাফি। সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন, আমিন হাসান, কামরুজ্জামান রিপন, আব্দুর রহমান, নাসিম আহমেদ, জুয়েল রানা, সলেমান শাহ ও রাব্বি আহমেদ।