বিপুল সদস্য ও তাদের পরিবারের সন্তানদের অংশগ্রহণে কুষ্টিয়ায় বসবাসরত দৌলতপুরবাসীর প্রাণের একটি অরাজনৈতিক সংগঠন দৌলতপুর সমিতি কুষ্টিয়া। ২৬ ফেব্রুয়ারি শুক্রবার, রোজ হলিডে পার্ক এন্ড রিসোর্ট, বাইপাস সড়ক, কুষ্টিয়াতে বার্ষিক পিকনিক সভাপতি হাজী কদম রসুল’র সভাপতিত্বে সম্পন্ন হয়েছে।
পিকনিকে যোগ দিতে আসেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, প্রফেসর ড. নজিবুল হক, প্রফেসর ড. মেহের আলী, উপদেষ্টা শহিদ সরকার মঙ্গল, বিশিষ্ট চিকিৎসক ডাঃ এস এম মুসা কবীর,
বিশিষ্ট ব্যবসায়ি রাইসুল হক পবন,আড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বিপ্লব, জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক দেওয়ান মাসুদ করিম মিঠু, দৌলতপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছাদেকুজ্জামান খান সুমন এ্যাড. শামীম উল হাসান অপুসহ অত্র সমিতির সাধারণ সম্পাদক এম এ নাছের রোটন, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা হাফিজ চ্যালেঞ্জ প্রমুখ ।
সদস্য পরিবারের জন্য পিকনিকে ছিল বালিশ বদল খেলাটি উপস্থিত সদস্যবৃন্দ উপভোগ করেন পাশাপাশি ছোট্টসোনামণিদের কবিতা আবৃতি, গান, তেলোয়াত উপস্থিত সকলকে মুগ্ধ করেছে।
এসময় প্রফেসর ড. সেলিম তোহা বলেন, আমরা সবাই দৌলতপুরবাসী। সকলের সহযোগীতায় একদিন অত্র সমিতি আরও সমৃদ্ধ হবে। মানুষের কল্যানে কাজ করার সুযোগ আসবে। সার্বিক সঞ্চালনায় ছিলেন আবুল কালাম সাজাদ