কুষ্টিয়া গড়াই নদীর মোহনায় ১০অক্টোবর শনিবার বিকালে দৌলতপুর সমিতি কুষ্টিয়ার আয়োজনে নৌকা ভ্রমণ সম্পন্ন হয়েছে। কমিটি গঠনের সময় উপস্থিত সদস্যদের মধ্যে থেকে নৌকা ভ্রমণের প্রস্তাব দিলে ১০অক্টোবর সিদ্ধান্ত গৃহিত হয় তারই পরিপেক্ষিতে নৌকা ভ্রমণের আয়োজন করে দৌলতপুর সমিতি,কুষ্টিয়া। দৌলতপুরের সকল শ্রেণীপেশার মানুষ কুষ্টিয়ায় বসবাস করছেন তাদের কে নিয়েই এই সমিতি। এই সমিতি একটি অরাজনৈতিক সংগঠন। দৌলতপুরের মাটি আর মানুষের ভালবাসার গন্ধ ছড়িয়ে কুষ্টিয়ায় বসবাস করছেন তাদের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে আপনাদের সহযোগীতা প্রয়োজন, সমালোচনা নয়, আমরা সমিতির কার্যক্রমকে বেগবান করতে চাই, কুষ্টিয়ায় বসবাসরত ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, ব্যবসায়িক, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন আপনাদেরকে নিয়েই আমরা চলতে চাই, এমনটিই প্রত্যাশা করছি। অল্প সময়ের জন্য হÕলেও নৌকা ভ্রমণ প্রতিক্ষণ আনন্দে উপভোগ করেছে সবাই। দৌলতপুর সমিতি কুষ্টিয়া আগামীতে পদ্মা সেতু যাবার পরিকল্পনা রয়েছে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমিতির উপদেষ্টা শহিদ সরকার সভাপতি আলহাজ্ব কদম রসুল,সাধারণ সম্পাদক এম এ নাছরে রোটন, যুগ্ম সাধারণ সম্পাদক বসির উদ্দিন, সাংগঠনকি সম্পাদক সাইদুর রহমান, সহ-সভাপতি আসাদুল হক পটু, দপ্তর সম্পাদক এ এইচ এম আরফি, সহ-দপ্তর সম্পাদক এ.এন.এম. তৌফিক তপন,র্ধম বষিয়ক সম্পাদক মওলানা আব্দুল আওয়াল, ক্রীড়া সম্পাদক মোঃ নাফউিল ইসলাম, নির্বাহী সদস্য মোঃ গোলাম জাকারয়িা, মহসিন আলী, আকরাম হোসেন, কামরুল হক বিপ্লব প্রমুখ ।