মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া ট্রাফিক পুলিশকে মারধর ও জুতাপেটার ঘটনায় দুই মহিলা আটক : প্রতিবাদী কন্ঠ মসজিদের অর্থ চুরির দায়ে আ’লীগ নেতা ক্যাশিয়ার দুলাল সরদার বহিস্কার : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বিষমুক্ত সবজি উৎপাদনে কৃষকের মুখে হাসির ঝিলিক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় অবৈধ ইটভাটায় যৌথ অভিযান ব্যার্থ! মুচলিকা নিয়ে ফিরলেন কর্মকর্তারা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় ভন্ড কবিরাজ জাহিদের ঝাড়-ফুঁকের অন্তরালে অনৈতিক কাজের অভিযোগ : বর্ণিল আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৬তম দিবস পালিত : প্রতিবাদী কন্ঠ খেঁজুরের রস সংগ্রহে ব্যস্ত কুষ্টিয়ার গাছিরা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার মোকামে উঠতে শুরু করেছে নতুন আমন ধান : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় ছাত্রীর সাথে অনৈতিক কাজে লিপ্ত থাকায় ধরা খেল শিক্ষক হেলাল -১১ লাখে দফারফা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় সেশন ফি বাবদ অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ

জামিআ আরাবিয়া আশরাফুল উলুম কুষ্টিয়ার ২যুগ পূর্তি উপলক্ষ্যে মিলনমেলা-২০২৩ অনুষ্ঠিত  : প্রতিবাদী কন্ঠ

সাইফ উদ্দিন আল আজাদ :
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০২ পাঠক পড়েছে

সাইফ উদ্দীন আল-আজাদ,কুষ্টিয়া: কুষ্টিয়া জেলার ঐতিহ্যবাহী শীর্ষ স্থানীয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিআ আরাবিয়া আশরাফুল উলুম (মাদরাসা) এর ২যুগ পূর্তি উপলক্ষ্যে অত্র মাদ্রাসার আল-আশরাফ প্রাক্তন ছাত্র কাফেলার উদ্যোগে এক বিরাট পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু করে দিনব্যাপী সদর উপজেলার পৌর ১৬নং ওয়ার্ড মঙ্গলবাড়িয়া বাজার সংলগ্ন জামিআ আরাবিয়া আশরাফুল উলুম এর নিজস্ব ময়দানে আল-আশরাফ প্রাক্তন ছাত্র কাফেলার এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।এসময় গেটপাস রেজিষ্ট্রেশনের মাধ্যমে তালিকাভুক্ত হয়ে ব্যাচ আকারে মাদরাসা থেকে পুনর্মিলনী সদস্য আইডি কার্ড,স্মরণিকা স্মারক ও ব্যাগ গ্রহণ করে অনুষ্ঠানে হাজার হাজার প্রাক্তন ছাত্র অংশগ্রহণ করতে দেখা যায়। জামিআ আরাবিয়া আশরাফুল উলুম (মাদরাসা) এর প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম খোরশেদ আহমেদ খোশাল ও প্রিন্সিপাল/মুহতামিম হাফেজ মাওঃ আবু দাউদ এর হাত ধরে ১৯৯৯ইং: সনে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়,এবং মঙ্গলবাড়িয়া এলাকাবাসীকে সাথে নিয়ে তাদের অক্লান্ত পরিশ্রম বুদ্ধি সময় ও ব্যাপক প্রচেষ্টার ফসল হিসেবে সারাদেশে পরিচিতি লাভ করতে সক্ষম হয় নববী আদর্শে আদর্শিত এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের শুরু লগ্ন থেকে মরহুম খোরশেদ আহমেদ খোশাল ও হাফেজ মাওলানা আবু দাউদ এর সাথে এ মহান দ্বীনি খেদমতের সারথি হিসেবে একেরপরএক যোগদান করেন হাফেজ মাওলানা মুফতী জাকারিয়া,হাফেজ মাওলানা মোহাদ্দেস শিহাব উদ্দিন,হাফেজ মাওলানা আব্দুল বাতেন,মাওলানা আবু তাসনিম ইমদাদ,মুফতী নুমান আহমাদ, হাফেজ মাওলানা আবু সুফিয়ান প্রমুখ।এরপরে প্রচুর পরিমাণে মেহনত এর ফসল হিসেবে কওমী শিক্ষা বোর্ড যথাক্রমে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও আল-হাইয়াতুল উলইয়া লিল-জামিআতিল কওমীয়া বাংলাদেশ বোর্ডে শিক্ষার মান ও মেধা তালিকায় শীর্ষ অবস্থান লুফে নেন জামিআ আরাবিয়া আশরাফুল উলুম কুষ্টিয়া।এভাবেই পড়ার মান ভালো হওয়াতে দেশব্যাপী নাম কুরিয়েছে এ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান,নুরানি- মক্তব- নাজরানা- হিফজ বিভাগ ও কিতাব বিভাগের সর্বোচ্চ ক্লাস দাওরায়ে হাদিস মাস্টার্স পর্যন্ত বিভাগ রয়েছে অত্র প্রতিষ্ঠানে। প্রতিবছর শত শত হাফেজ আলেম তৈরি হয়ে দেশ বিদেশের বিভিন্ন প্লাটফর্মে তাদের দ্বীনি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।অবশেষে দেখতে দেখতে ২৪টি বছর পূর্ণ হওয়াতে ২যুগ পূর্তি মিলনমেলায় শিকরের টানে উপস্থিত হয়েছিলেন ১৯৯৯ইং: থেকে ২০২৩ইং: পর্যন্ত আল-আশরাফ প্রাক্তন ছাত্র কাফেলার সকল শিক্ষার্থীবৃন্দ। সর্বশেষ প্রাক্তন আলেম শিক্ষার্থীদের বিশেষ অনুরোধে সহীহ্ বুখারীর সবক প্রদান করার মাধ্যমে,মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম খোরশেদ আহমেদ খোশালের আত্মার মাগফিরাত কামনা করে, মাদরাসার সাথে সম্পৃক্ত মঙ্গলবাড়িয়া এলাকাবাসী ও দেশবাসীর জন্য খাঁচকরে দোয়া পরিচালনা করেন জামিআ আরাবিয়া আশরাফুল উলুম কুষ্টিয়ার শায়খুল হাদীস ও মুহতামিম হাফেজ মাওলানা আবু দাউদ দাঃ বাঃ।এরপরে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580