দেশের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। ১৪এপ্রিল বুধবার থেকে রোজা শুরু হচ্ছে । মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।
চাঁদ দেখা যাওয়ায় আজ রাত থেকেই শুরু হচ্ছে রোজার আনুষ্ঠানিকতা। এশার নামাজের পর তারাবি পড়বেন রোজাদাররা। শেষ রাতে সেহেরি খেয়ে ১ম রোজা রাখবেন তারা।
তবে করোনা মহামারি কারণে অনেকটা ঘরবন্দি অবস্থায় এবার শুরু হচ্ছে রোজা । বুধবার থেকে সর্বাত্মক লকডাউন শুরু হচ্ছে। ফলে ওয়াক্তের নামাজসহ তারাবির জামাতে ২০ জনের বেশি মুসল্লি অংশগ্রহণে নিষেধাজ্ঞা রয়েছে । ফলে গতবারের মতোই সাধারণ মুসল্লিরা তারাবিতে অংশ নিতে পারছেন না।