ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বজ্রপাতে একজন নিহত হয়েছেন। শনিবার দুপুর পৌনে ১টা নাগাদ বৃষ্টির সাথে বজ্রপাতে উপজেলার চরআলগী ইউনিয়নের টেকিরচর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য দুলাল উদ্দিন ও স্থানীয় বাসিন্দা মিয়াজ উদ্দিন। তারা জানান, শনিবার পৌনে ১টা দিকে বৃষ্টি শুরু হলে এ সময় বজ্রপাতে টেকিরচর গ্রামের নাসির উদ্দিন খার ছেলে আবু সাঈদ খা (৪৫) ঘটনাস্থলেই মারা যান। এ সময় তিনি পাওয়ার ট্রিলার দিয়ে একই গ্রামের হাসিম উদ্দিনের জমি চাষ করছিলেন।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকুল সরকার বলেন, বজ্রপাতে একজনের জনের প্রাণহানির খবরটি শুনেছি।