রেদওয়ানুল হক সবুজ : কুষ্টিয়া শহরের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ২৪ তারিখ শুক্রবার প্রথম রমজানে কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়ামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া শহর আওয়ামী লীগের আয়োজনে মাসব্যাপী ইফতার মাহফিল অনুষ্ঠানের অংশ হিসাবে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
কুষ্টিয়া শহরের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আশরাফ উদ্দিন নজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাফর মোল্লার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমিরুল ইসলামসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতীর সমৃদ্ধ কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।