কুষ্টিয়ায় সিআরপি ফ্লাওয়ার মিলে আমদানী করা পচা গম দিয়ে আটা ও ময়দা উৎপাদন করায় এক লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত বুধবার দুপুরে শহরের বড় ষ্টেশন সংলগ্ন কুষ্টিয়া সিআরপি ফ্লাওয়ার মিলে অভিযান করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার সময়ে পচা গম দিয়ে আটা তৈরীর করার অপরাধে উক্ত মিলে জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
উক্ত অভিযানটি পরিচালনা করেন কুষ্টিয়ার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সবুজ হাসান। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী র্যাব-১২সহ বাজার কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ সবুজ হাসান জানান কুষ্টিয়া সিআরপি ফ্লাওয়ার মিলে পচা গম দিয়ে আটা তৈরীর অভিযোগ পেয়েছেন তারা। উক্ত অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে কুষ্টিয়ায় সিআরপি ফ্লাওয়ার মিলের মালিককে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে এবং ২৪ ঘন্টার মধ্যে পচা গম সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করেছেন বলে তিনি জানান।