কুষ্টিয়ায় ডিসি কোর্টে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র নেতৃত্বে জেলার সাংবাদিকদের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।
নবাগত ডিসি মোহাম্মদ সাইদুল ইসলাম মহোদয়কে স্বাগত জানানোর জন্য ১৭-২-২১ বুধবার বেলা ১১.০০ টায় কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব ও সাধারণ সম্পাদক সোহেল রানা’র এর নেতৃত্বে নির্বাহী পরিষদসহ জেলার সাংবাদিক নেতৃবৃন্দ ডিসি কোর্ট চত্বরে সমবেত হন।
জেলা প্রশাসকের দপ্তরে সাংবাদিক নেতৃবৃন্দ জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামকে উষ্ণ অভ্যার্থনায় বরণ করেন ও জেলার গণমাধ্যম কর্মী দের পক্ষ থেকে শুভেচ্ছা জানান হয় । জেলা- উপজেলার বিপুল সংখ্যক সাংবাদিকবৃন্দ ফুলেল শুভেচ্কেছা জানাতে অংশ নেন।
উল্লেখ্য, সদ্য বিদায়ী মোঃ আসলাম হোসেনের স্থলাভিষিক্ত জেলা প্রশাসক হিসেবে মোহাম্মদ সাইদুল ইসলাম হয়েছেন।