বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)এর কর্পোরেট সোসিয়াল রেসপন্সিবিলিটি (সিএস আর) ফান্ড হতে ২০জানুয়ারী বুধবার অসহায় দরিদ্র দুঃস্থ ও শীতার্থদের মাঝে বিতরণের নিমিত্ত কুষ্টিয়া জেরা প্রশাসন-এর নিকট শীতবস্ত্র হস্তান্তর করা হয়। প্রতিবছরের ন্যায় বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের দেশব্যাপী এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলছে। বিএইচবিএফসি’র মহাব্যস্থাপক(আইন ও ট্রেনিং) প্রলয় কুমার ভট্টাচার্য্য কর্পোরেশনের পক্ষ হতে জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেনের দফতরে ১০০(একশত)টি কম্বল হস্তান্তর করেন। জেলা প্রশাসক বিএইচবিএফসি’র এ মহতী উদ্যোগ ও জনহিতকর কাজের জন্য প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখার আশা প্রকাশ করেন। প্রলয় কুমার ভট্টাচার্য্য এসময় বলেন, বিএইচবিএফসি দেশের ৬৪টি জেলায় অফিস সম্প্রসারণের মাধ্যমে তৃণমূল পর্যায়ে ঋণ সেবা পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং জনগণের জীবনমান উন্নয়নে ভুমিকা রাখছে। কম্বল বিতরণে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সরকারী কলেজের সহযোগী অধ্যাপক লাল মোহাম্মদ, কুষ্টিয়া জজ আদালতের জিপিও কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আসম আখতারুজ্জামান মাসুম, কর্পোরেশনের উপ-ব্যবস্থাপক (আইন) দীপংকর রায়, সহকারী মহাব্যবস্থাপক (রিজিওনাল ম্যানেজার) মোঃ রিয়াজ উদ্দিন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ মেহেদী হাসান, শাখা ম্যানেজার মোঃ আব্দুল আউয়াল প্রমুখ।