জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্ম শতবার্ষিকী উপলক্ষে
২৮ফেব্রুয়ারি’২১ থেকে ৪মার্চ’২১ পর্যন্ত দেশব্যাপী বিআরটিএ’র বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধনের অংশ হিসাবে
২৮ ফেব্রুয়ারি রবিবার সকালে কুষ্টিয়ায় সহকারী পরিচালক এ.টি.এম. জালাল উদ্দিনের সভাপতিত্বে বেলুন উড়িয়ে বিআরটিএ’র বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ সিরাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লূৎফুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওবায়দুর রহমান, স্থানীয় সরকার উপ-পরিচালক মৃনাল কান্তি দে, ইন্সপেক্টর আব্দুল বারী, বিআরটিএ কুষ্টিয়া কর্মকর্তা রাকিবুর রহমান, মুরাদ হোসেন, এ.আর.ও নাহিদ হোসেন, খালিদ হোসেন, শামিম হোসেন প্রমুখ।
সহকারি পরিচালক এ.টি.এম. জালাল উদ্দিন জানান বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ(বিআরটিএ) এর সেবা সপ্তাহ’র মধ্যে সার্ভিস পোর্টালের মাধ্যমে শিক্ষানবীশ ড্রাইভিং লাইসেন্স প্রদান, মোটর সাইকেল রেজিষ্ট্রেশন প্রদানসহ বিএসপিতে ইউজার নিবন্ধন সহায়তা প্রদানের উপর বেশী গুরুত্ব দিয়েছে।