রেদোয়ানুল হক সবুজ :
আবাহনী ক্রীড়াচক্র কুষ্টিয়ার উদ্যোগে জেলার খেলোয়াড়দের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়। ৭ এপ্রিল রবিবার বেলা সাড়ে ৩ টায় কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসি’র কাঙাল হরিনাথ মিলনায়তনে এই উপহার প্রদান করা হয়। আবাহনী ক্রীড়াচক্র কুষ্টিয়ার সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এ্যাড. মোসাদ্দেক আলী মনি, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদাত উল আনাম পলাশ, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আফরোজা আক্তার ডিউ, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জাহিদুজ্জামান, কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসি’র সহ সভাপতি শেখ হাসান বেলাল। বক্তব্য রাখেন আবাহনী ক্রীড়াচক্র কুষ্টিয়ার সহ সভাপতি ফিরোজ কায়সার, যুগ্ম সম্পাদক এইচ এম বেলাল, নির্বাহী সদস্য কে এম শাহীন রেজা প্রমুখ। শতাধিক খেলোয়াড়ের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পোশাক ও নগদ অর্থ প্রদান করা হয়।