নিজস্ব প্রতিনিধি ।। বিজয় দিবস উদযাপন করতে মুখরিত নির্মাণাধীন বিশাল স্টেডিয়াম কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়াম। কুচকাওয়াজ, প্রদর্শনী, পতাকা হস্তান্তরের মতো আয়োজন দেখতে স্টেডিয়ামের গ্যালারিতে অবস্থান নেয় কুষ্টিয়ার মানুষ। এ উপলক্ষ্যে নির্মাণাধীন এ স্টেডিয়ামে বর্ণিল সজ্জা করা হয়।
কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা ও পুলিশ সুপার এএইচ এম আবদুর রকীব। এর আগে শুক্রবার সকাল ৬টা ৩৯মিনিটে ৩১ বার তপোধ্বনির মধ্যেদিয়ে কালেক্টরেট চত্বরের কেন্দ্রীয় শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিকে কুষ্টিয়ার কুমারখালী শহরে বিজয় র্যালী করেছে বিএনপি। সকাল ৯টায় শহরের বক চত্ত্বর থেকে সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সদস্য নূরুল ইসলাম আনছার প্রামাণিকের নেতৃত্বে র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে শহীদদের গণকবর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে।