কুষ্টিয়ায় গণমাধ্যমকর্মী ও একাত্তর টিভি কে বয়কট এর প্রতিবাদে ভুঁইফোড় ছাত্র সংগঠন এর নেতা নুরু এর বিরুদ্ধে সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি, কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাব, কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচিতে বক্তব্য রাখেন
কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিটিভি যায়যায়দিন-এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি সোহেল রানা, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মিলন উল্লাহ, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইন প্রেস ক্লাবের সভাপতি শেখ হাসান বেলাল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মাহমুদ হাসান, কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি জুয়েল রানা,
কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহীন রেজা, সাপ্তাহিক প্রভাষন পত্রিকার সম্পাদক কুষ্টিয়া প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আখতারুজ্জামান মৃধা পলাশ সহ আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসেক্লাব কেপিসির নির্বাহী সদস্য ও কুষ্টিয়া অনুসন্ধান সম্পাদক সাংবাদিক তৌফিক তপন, জেকে নিউজ ভেড়ামারা সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মোঃ চাঁদ আলী প্রমুখ সাংবাদিক নেতৃবৃন্দ । এ সময় বক্তারা বলেন অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরু ৭১ টিভি ও গণমাধ্যমের নামে যে মিথ্যাচার ও বয়কট করে যে বক্তব্য প্রদান করেছে ২৪ ঘন্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে মানববন্ধন থেকে সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ এই সাবেক ভিপি নুর‘র ও তার সকল কর্মসূচি বয়কটের সিদ্ধান্ত গ্রহণ করা হয় । মানববন্ধন কর্মসূচির সঞ্চালনায় ছিলেন সাংবাদিক নেতা কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাহিদ হাসান তিতাস।