কুষ্টিয়া জেলার কুমারখালী শহিদ গোলাম কিবরিয়া ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৮অক্টাবর সকালে কুমারখালী পাবলিক লাইব্রেরী মিলনায়তনে শিক্ষবৃত্তি অনুষ্ঠান উদ্বোধন করেন কুমারখালী-খোকসা আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব সামছুজ্জামান অরুন। এছাড়াও অন্যান্যদের মধ্যে কুমারখালী উপজেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষিকামন্ডলী, সকল অভিভাবক সহ কুমারখালী উপজেলা আওয়ামীলীগ ও আওয়ামীলীগ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। প্রধান অতিথির বলেন শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় আমার নির্বাচনী এলাকায় শিক্ষার মানন্নোয়নের জন্য শিক্ষা কার্য ক্রম ঘরে ঘরে পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে কাজ করে চলেছি। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করা হয়। শেষে সকল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।