ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এর দিকনির্দেশনায় ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যাদেশ অনুসারে বৃক্ষরোপণের কর্মসূচি উদ্যোগ নেওয়া হয়।তারই অংশ হিসেবে ‘কুমারখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ’ এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে এবং কুমারখালী উপজেলার আওতাধীন – ময়েন-মোড়ে, কুষ্টিয়া-ঢাকা মহাসড়কের পাশে বিভিন্ন রকম গাছের চারা রোপন করে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমারখালি উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. সিরাজুল ইসলাম ভুট্টো, সাধারণ সম্পাদক মো. রাসেল হোসেন আরজু, সাংগঠনিক সম্পাদক – আফজাল হোসেন জনি, সিনিয়র সহ-সভাপতি – মোঃ আশিকুজ্জামান আসিফ, যুগ্ম সাধারণ সম্পাদক – মো. রাকিবুল আলম মামুনসহ কুমারখালী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – কুমারখালী উপজেলা যুবলীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক – এ্যাড. মিনহাজুল আবেদীন দ্বিপ।কুষ্টিয়া-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ মহোদয়ের পৃষ্ঠপোষকতায় খোকসা ও কুমারখালী উপজেলার দলীয় সকল সংগঠন গুলো এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে।