দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং গতিশীল করতে ৮টি সাংগঠনিক বিভাগের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্যদের সমন্বয়ে ৮টি টিম করেছে আওয়ামী লীগ।
শনিবার দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এসব বিভাগীয় টিমের প্রস্তাব দলীয় সভাপতির কাছে জমা দিলে এতে তিনি অনুমোদন দেন। বিকেলে সংবাদ সম্মেলনে এই বিভাগভিত্তিক টিম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকদের নেতৃত্বে কমিটিতে সভাপতিমন্ডলীর সদস্য, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বিভাগভিত্তিক সম্পাদক এবং সদস্যরা রয়েছেন।